সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। কিন্তু কেউ ভাবতে পারেনি এত দ্রুত মানুষের এত কাছে পৌঁছে যাবে সে! সাম্প্রতিক পরিসংখ্যান কার্যতই চোখ কপালে তোলার মতো। গত ২৮ দিনে চ্যাটজিপিটি যে পরিমাণে ডাউনলোড হয়েছে তা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডল, টিকটকের সম্মিলিত ডাউনলোডের তুলনায় অনেক অনেক বেশি। যা বুঝিয়ে দিচ্ছে, কীভাবে এই চ্যাটবট মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে।
জানা যাচ্ছে, গত ২৮ দিন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডল, টিকটক ডাউনলোড হয়েছে ৩ কোটি ২৮ লক্ষ। সেখানে চ্যাটজিপিটি ডাউনলোড হয়েছে ২ কোটি ৯৫ লক্ষ! স্বাভাবিক এই সাফল্যে উচ্ছ্বসিত ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, এসবই তাঁর সংস্থার ইঞ্জিনিয়ারিং ও কম্পিউট টিমের নিরলস পরিশ্রমের ফল। অনেক ঘামরক্তঅশ্রুর ফসল আজকের এই সাফল্য।
অথচ প্রথম থেকেই বিতর্ক ঘনিয়েছে চ্যাটজিপিটিকে ঘিরে। ওয়াকিবহাল মহলের একাংশ বলতে থাকে, অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের। বলাই যায়, একটা নেতিবাচক ভাবমূর্তির কারণেই কার্যত ‘খলনায়ক’ হয়ে উঠেছিল চ্যাটজিপিটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দ্রুতই যেন মানুষের মনের কাছাকাছি পৌঁছতে শুরু করেছে।
সম্প্রতি এক সংবাদমাধ্যম সোশাল মিডিয়ায় জানতে চেয়েছিল শুকনো কেজো প্রশ্নের পাশাপাশি জীবনের গভীর ও আবেগঘন সমস্যার সমাধান নিয়ে কি কেউ দ্বারস্থ হয়েছে ওই চ্যাটবটের? সঙ্গে সঙ্গে বন্যার মতো উত্তর আসতে থাকে। আর তখনই পরিষ্কার হয়ে যায়, গভীর রাতের নির্জনতায় হোক কিংবা অফিসের সমস্যায় জেরবার লাঞ্চ আওয়ারে কীভাবে ‘কাছের বন্ধু’ হয়ে উঠছে চ্যাটজিপিটি। শুনলে কল্পবিজ্ঞানের কাহিনি মনে হলেও এভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ‘ব্যক্তিগত’ সঙ্গী হয়ে উঠছে। আর তা ভাগ বসাতে শুরু করেছে গত কয়েক বছরে মানুষের ‘দিনযাপনের অংশ’ হয়ে ওঠা ফেসবুক-সহ সোশাল মিডিয়াগুলির একচ্ছত্র একাধিপত্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.