৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার WhatsApp স্ট্যাটাসে দিতে পারবেন ভয়েস নোটও! জানুন কীভাবে

Published by: Tiyasha Sarkar |    Posted: March 16, 2023 7:08 pm|    Updated: March 16, 2023 7:08 pm

iOS users can now post voice notes as status updates, here's how | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, বর্তমানে সবাই স্মার্টফোনে সড়গড়। কমবেশি সকলেই দিনের একটা বড় সময় ব্যস্ত থাকেন হোয়াটস অ্যাপে। ফলে ব্যবহারকারীদের স্বার্থে সবসময়ই নতুন নতুন ফিচার আনার চেষ্টায় থাকে সংস্থা। এবার ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ।  

জানেন কী ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ? যাঁরা হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন তাঁরা কমবেশি সকলেই স্ট্যাটাসের সঙ্গে পরিচিত। বেশিরভাগই দিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। রাগ, দুঃখ, অভিমান, ভাললাগা  প্রকাশ করে ফেলেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। কিন্তু এতদিন হোয়াটস অ্যাপে স্ট্যাটাসে শুধু ছবি, ভিডিও বা কিছু লিখে তা পোস্ট করা যেত। কিন্তু এবার মিলবে বাড়তি সুবিধা। এবার ভয়েস নোটও দিতে পারবেন স্ট্যাটাসে। ইতিমধ্যেই iOS ২৩.৫.৭৭ ভারসান ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন। নতুন এই ফিচার নিয়ে বেজায় খুশি নেটিজেনরা।

[আরও পড়ুন: টুইটারকে টেক্কা দিতে নয়া অ্যাপ আনছে মেটা, খোঁচা দিয়ে জুকারবার্গকে এ কী বললেন মাস্ক!]

কিন্তু কীভাবে স্ট্যাটাসে দেবেন ভয়েস নোট?

১. প্রথমে হোয়াটস অ্যাপ খুলুন।

২. স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।

৩. স্ক্রিনের উপরে ডানদিকে থাকা পেনসিল আইকনে ক্লিক করুন।

৪. এরপরই স্ক্রিনে দেখতে পাবেন একটি মাইক্রোফোন অপশন।

৫. মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করে রেকর্ড করুন যা চান। মনে রাখবেন, আপনার হাতে সময় মাত্র ৩০ সেকেন্ড।

৬. রেকর্ডের পর শুনে নিতে পারবেন পুরো বিষয়টা। তারপর সেন্ড বাটনে ক্লিক করলেই ভয়েস নোট চলে যাবে আপনার স্ট্যাটাসে।

[আরও পড়ুন: ৪ মাসের ব্যবধানে ২১ হাজার কর্মীর চাকরি কাড়ল Facebook, কারণ জানালেন জুকারবার্গ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে