BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার ইন্টারনেট ছাড়াও স্মার্টফোনের মাধ্যমে সহজেই টাকা পাঠাতে পারবেন, জানেন কীভাবে?

Published by: Tiyasha Sarkar |    Posted: September 29, 2021 6:34 pm|    Updated: September 29, 2021 9:23 pm

Know how to Conduct a UPI Transaction Without Internet Connection | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি বর্তমানে সবাই স্মার্টফোন সরগড়। করোনা (Corona Virus) পরিস্থিতি স্মার্টফোনের উপর নির্ভরতা অনেকটাই বেড়েছে আমজনতার। ব্যাংকের ঝক্কি এড়াতে এখন বহু মানুষ অনলাইন লেনদেনেই স্বাচ্ছন্দ্য। কিন্তু জানেন কি ইন্টারনেট না থাকলেও মোবাইলে টাকা লেনদেন সম্ভব?

অনলাইন লেনদেন (Online Transaction) করলেও এখনও অনেকেই জানেন না ইন্টারনেট না থাকলেও ফোনের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। নিশ্চয় ভাবছেন কীভাবে। এই বিশেষ সুবিধা পেতে প্রথমে খুলতে হবে ফোনের ডায়াল প্যাড।

[আরও পড়ুন: পড়ুয়াদের পাশে রাজ্য সরকার, উচ্চশিক্ষা ও চাকরির হদিশ দিতে আসছে নয়া পোর্টাল]

  • ডায়াল প্যাডে প্রথমে টাইপ করতে হবে *99#। এরপর কল করতে হবে।
  • এবার খুলে যাবে একটি পপ-আপ মেনু। সেখানে ভাষা বেছে নেওয়ার অপশন থাকবে। যদি আপনি ইংরাজিতে স্বাচ্ছন্দ্য হন, সেক্ষেত্র বাছতে হবে ১। এরপর পাবেন Send অপশন।
  • এবার খুলে যাবে নতুন পপ-আপ। সেখানে ব্যাংকের নাম অথবা IFSC কোডের প্রথম চারটি অক্ষর দিতে হবে। এতে BHIM-এ রেজিস্ট্রেশন হয়ে যাবে।
  • এরপর ফের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে *99#। এবার পাবেন Check Balance, My Profile, Pending Requests, Transactions, Send Money, Receive Money এবং UPI PIN।

[আরও পড়ুন:  পুজোর আগে শুরু হচ্ছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, আকর্ষণীয় ছাড়ে কিনুন পছন্দের সামগ্রী]

  • সেখানে বেছে নিতে হবে Send Money অপশন। এরপর ফোন নম্বর, ইউপিআই আইডি অথবা IFSC কোড ব্যবহার করে পাঠানো যাবে টাকা। যদি ফোন নম্বর অপশন সিলেক্ট করেন তাহলে যাকে টাকা পাঠাবেন, তার ফোন নম্বরটি দিতে হবে।
  • এরপর দিতে হবে টাকার পরিমাণ। এরপর UPI পিন দিয়ে Send বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে টাকা।

ইন্টারনেট ব্যবহার না করে উপরিউক্ত পদ্ধতিতে টাকা পাঠিয়ে দেখুন এখনই।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে