BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

প্যান কার্ড হারিয়েছে? এবার পেয়ে যাবেন অনলাইনেই, জেনে নিন পদ্ধতি

Published by: Tiyasha Sarkar |    Posted: October 19, 2022 3:56 pm|    Updated: October 19, 2022 3:56 pm

Know How to download e-PAN card online | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ মানুষই সর্বদা সঙ্গে রাখেন প্যান কার্ড। যার ফলে হারানোর সম্ভাবনা থেকেই যায়। অনেকে হারিয়েও ফেলেন। যার জেরে প্রবল সমস্যায় পড়তে হয়। কারণ, নতুন করে কার্ড পাওয়া মানে হাজারো ঝক্কি। সেই ঝক্কির দিন শেষ। জানা গিয়েছে, এবার অনলাইনে সহজেই পাওয়া যাবে ই-প্যান। অর্থাৎ পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে প্যান কার্ড। জেনে নিন পদ্ধতি।

১.প্রথমে খুলতে হবে NSDL ই-প্যান ডাউনলোড পেজটি।

২.সেখানে দুটো অপশন পাবেন। প্রথমটি প্যান নম্বর ও দ্বিতীয়টি অ্যাকনলেজমেন্ট নম্বর।

৩. প্যান নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বরের মধ্যে একটি ব্যবহার করুন।

[আরও পড়ুন: ডেঙ্গুর দোসর হেপাটাইটিস, উপসর্গ নিয়ে বহু রোগী ভরতি হাসপাতালে, সতর্ক করল স্বাস্থ্যদপ্তর]  

৪. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

৫. স্ক্রিনে ভেসে উঠবে আপনার প্যান কার্ডটি। ডাউনলোড করে নিলেই কেল্লাফতে।

প্রসঙ্গত, বর্তমানে সকলেই স্মার্টফোনে সড়গড়। তার একটা বড় কারণ করোনা। মারণ ভাইরাসের কবলে পড়ে ঘরবন্দি দশায় প্রত্যেকের মোবাইল নির্ভরতা কয়েকগুণ বেড়েছে। এখন বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপে অফিস-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সারেন বেশিরভাগ মানুষ। ফলে অনলাইনে প্যান ডাউনলোড করতে পারলে সকলের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: স্মার্টফোনেই কেল্লাফতে! এবার ঘরে বসে নিজের রেশন কার্ড তৈরির আবেদন করতে পারবেন আপনিও]  

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে