Advertisement
Advertisement
Netflix

নেটফ্লিক্সের নতুন ফিচার, দেখা যাবে টিকটকের মতো ছোট ভিডিও

ছোটদের জন্য তৈরি করা নেটফ্লিক্সের নতুন ফিচারের নাম 'কিডস ক্লিপ'।

New feature of Netflix TikTok-like short clips for kids| Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 10, 2021 9:22 pm
  • Updated:November 10, 2021 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ছোটদের বিনোদনের জন্য নিজেদের অ্যাপে টিকটকের (Tiktok) মতো ফিচার আনল নেটফ্লিক্স (Netflix)। যার নাম দেওয়া হয়েছে ‘কিডস ক্লিপ’। মূলত কমবয়সিদের কাছে নেটফ্লিক্স প্ল্যাটফর্মের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

‘কিডস ক্লিপ’- পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস অ্যাপে। যেখানে গেলেই মিলবে বিনোদনে ভরপুর ছোট আকারের প্রচুর ভিডিও। সেই ভিডিও অবশ্যই ছোটদের কথা ভেবে তৈরি করা হয়েছে বা হবে। নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করতে হবে নতুন ভিডিয়ো পেতে। এখানে সাধারণ ভিডিও ক্লিপ ছাড়াও মিলবে সিনেমার ছোট ছোট ক্লিপও। প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপ আপলোড করা হবে ক্ষুদে দর্শকদের কথা মাথায় রেখে।

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের পর ফেসবুক মেসেঞ্জারেও যুক্ত হল গুরুত্বপূর্ণ এই ফিচার, জেনে নিন খুঁটিনাটি]

সূত্রের খবর, জায়ান্ট ওটিটি প্ল্যাটফর্ম কোম্পানিটি বিভিন্ন বিষয়ের মজাদার ভিডিও রাখবে তাদের নতুন ফিচারে। সংস্থার তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষের এই উদ্যোগ মূলত তাদের জন্য, যারা টিকটক কিংবা ইউটিউবে কম সময়ের ভিডিও ক্লিপ দেখতে পছন্দ করেন।

Advertisement

এর আগে চলতি বছরের গোড়ার দিকে “ফাস্ট লাফ” নামে একটি ফিচার বাজারে এনেছিল নেটফ্লিক্স। যেখানে দর্শক হাসির ভিডিও ক্লিপ দেখার সুযোগ পেত। এছাড়াও জনপ্রিয়তার ভিত্তিতে ব়্যাংকিংয়ের মাধ্যমে সেরা ভিডিও দেখার সুযোগও করে দিয়েছিল সংস্থা। যাতে করে নিজেদের পছন্দ মতো ভিডিও বেছে নিতে পারে দর্শক।

[আরও পড়ুন: প্যান্টের পকেটেই ফাটল One Plus Nord 2 5G স্মার্টফোন! আহত ইউজার, কী সাফাই চিনা সংস্থার?]

তবে ছোটদের কথা ভেবেই একসঙ্গে ১০ থেকে ২০টি কিডস ক্লিপ দেখার ব্যবস্থা থাকছে নেটফ্লিক্সে। তার বেশি নয়। আগামী সপ্তাহে আমেরিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা এই সুবিধা পাবে। পরবর্তীকালে গোটা পৃথিবীর নেটফ্লিক্স গ্রাহকরা নয়া পরিষেবা পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ