Advertisement
Advertisement

Breaking News

এবার পাড়ার মুদির দোকানে মাত্র ১০ টাকায় মিলবে হাই স্পিড ডেটা

উদ্যোগ নরেন্দ্র মোদি সরকারের...

Now buy Wi-Fi data from neighbourhood Kirana shop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2017 7:56 am
  • Updated:October 14, 2019 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাত্র ১০ টাকার বিনিময়ে বাড়ির কাছের মুদির দোকান থেকে কিনতে পারবেন হাই স্পিড ইন্টারনেট ডেটা৷ ডিজিটাল ইন্ডিয়া গড়তে এমনই অভিনব উদ্যোগ কেন্দ্রের৷ সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক্স(সি-ডট)-এর উদ্যোগে শহর, আধা শহর ও গ্রামের ছোট দোকানে ‘পাবলিক ডেটা অফিস’ বা পিডিও পরিষেবা মিলবে৷

[‘আজান’-এর সময় মাইকের ব্যবহারে শব্দদূষণ, দাবি হিন্দু সংগঠনের]

ওই দোকানগুলিতে একটি করে ছোট পিডিও ডিভাইস রাখা থাকবে৷ যার দাম ৫০ হাজার টাকার বেশি হবে না৷ ওই দোকানগুলি থেকে যে কোনও গ্রাহক ওয়াই-ফাই ডেটা কিনতে পারবেন৷ সহজ করে বললে, এখন থেকে পাড়ার মুদির দোকানও ওয়াই-ফাই স্পট হয়ে উঠবে৷ ১০ টাকা থেকে শুরু হবে ডেটা চার্জ৷ এই পরিষেবার জন্য সার্ভিস চার্জ মকুব করা হয়েছে৷ সি-ডট হল কেন্দ্রীয় সরকারের টেলিকম রিসার্চ ও ডেভলপমেন্ট সেন্টার৷

Advertisement

সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর বিপিন ত্যাগী বলছেন, “দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার সুফল পৌঁছে দিতে হবে৷ পিডিও-র কনসেপ্টটা এমনই যে একজন ঠেলাওয়ালাও এই মেশিন কিনে ডেটা পরিষেবা দিতে পারেন৷ ১০ টাকারও কমে গ্রাহকরা হাই স্পিড ডেটা পাবেন৷” তিনি জানিয়েছেন, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল, এইচএফসিএল-এর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধে এই উদ্যোগ দেশে ছড়িয়ে দেওয়া হবে৷

Advertisement

[হাফিজ সইদ সন্ত্রাসবাদী, ৯ বছর পর স্বীকার পাকিস্তানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ