BREAKING NEWS

৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

হোয়াটসঅ্যাপে মোদি, অমিতাভের ছবি ব্যবহার করে টোপ! ভুয়ো মেসেজে সাড়া দিলেই সর্বনাশ

Published by: Biswadip Dey |    Posted: June 3, 2022 4:30 pm|    Updated: June 3, 2022 4:30 pm

Scammers are sending WhatsApp messages to users stating that they have won Rs 25 lakh। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার প্রবণতা বেড়েই চলেছে। আপনার অজান্তেই কোনও ভুয়ো মেসেজের ফাঁদ মুহূর্তে সর্বস্বান্ত করে দিতে পারে আপনাকে। এই ধরনের মেসেজগুলি ঘুরিফিরেই আসতে থাকে। সম্প্রতি তেমনই এক ভুয়ো মেসেজ (Fraud Message) ঘুরতে শুরু করেছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)। যেখানে বলা হচ্ছে, ২৫ লক্ষ টাকা জিতে গিয়েছেন সংশ্লিষ্ট ইউজার। এহেন টোপে একবার পা দিয়ে ফেললেই কিন্তু বিপদ!  

এটা ঠিকই যে, আজকাল ইউজাররাও আগের থেকে অনেক বেশি সচেতন। তাই তাঁদের বোকা বানাতে নিত্যনতুন আইডিয়া কাজে লাগাচ্ছে প্রতারকরা। আর তাই হোয়াটসঅ্যাপ মেসেজে ব্যবহার করা হচ্ছে অমিতাভ বচ্চন ও প্রধানমন্ত্রী মোদির ছবি! সেই সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নামও লেখা হচ্ছে সেখানে।

Scammers are sending WhatsApp messages to users stating that they have won Rs 25 lakh

[আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক শুরু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, দেখে নিন ২০২৩-এর পরীক্ষাসূচি]

ইউজারদের জানানো হচ্ছে, আপনি একটি লটারিতে ২৫ লক্ষ টাকা জিতেছেন। এরপর নির্দিষ্ট নম্বরে ফোন করতে বলা হচ্ছে। কেবল হোয়াটসঅ্যাপ কলই করতে বলা হচ্ছে। আর সেই কলেই পাতা হচ্ছে প্রতারণার চূড়ান্ত ফাঁদটি।

অনেক ক্ষেত্রে ছবিটির সঙ্গে পাঠানো হচ্ছে অডিও বার্তাও। সেই বার্তায় বুঝিয়ে বলা হচ্ছে, ওই লটারির পুরস্কারের অঙ্ক পেতে গেলে কী করতে হবে। এইভাবে ইউজারদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য জানতে চাওয়া হচ্ছে। নিঃসন্দেহে প্রস্তাবের ফাঁদে পা দিলেই মুহূর্তে সাফ হয়ে যাবে সঞ্চিত অর্থ। এই ধরনের মেসেজ আগেও এসেছে ইউজারদের কাছে। সেই বার্তাই ফের ফিরে এসেছে। জেনে নিন কী করা এই ধরনের ফাঁদের হাত থেকে রক্ষা পাবেন-

  • কোনও বার্তায় আর্থিক লাভের কথা বলা হলেই সাবধান। এটা ফাঁদ হওয়ার সম্ভাবনাই ষোলো আনা।
  • কোনও অজানা ব্যক্তির থেকে যে কোনও রকম মেসেজ পেলেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
  • বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের মেসেজে ভুল ভাষা ও ব্যাকরণ ব্যবহৃত হয়।
  • কোনও রকম সন্দেহ হলেই সেই নম্বরটিকে ব্লক করুন।
  • এই ধরনের নম্বর থেকে আসা মেসেজ না খুললেই ভাল।
  • আর কোনও ধরনের সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা কিংবা কারও সঙ্গে ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন।
  • ভুলেও এই ধরনের মেসেজ কাউকে ফরোয়ার্ড করবেন না।

[আরও পড়ুন: গাছের সঙ্গে বিয়ে, জঙ্গলের আকন্দ ফুলের মালাবদল! কুরমি সমাজের প্রথায় বিয়ে তরুণ কবির]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে