BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বিদ্বেষ রুখতে সক্রিয় হোয়াটসঅ্যাপ, এক মাসে বন্ধ হল ২৯ লক্ষ অ্যাকাউন্ট

Published by: Anwesha Adhikary |    Posted: March 1, 2023 9:10 pm|    Updated: March 1, 2023 9:10 pm

WhatsApp bans 29 lacs account on January 2023 | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্বেষ ছড়ানো আটকাতে একমাসে ২৯ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এমনটাই জানাল হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থার মুখপাত্র। জানুয়ারি মাসের রিপোর্ট পেশ করতে গিয়েই জানানো হয়েছে, ২৯ লক্ষ অ্যাকাউন্ট (WhatsApp Account) বন্ধ করে দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের মুখপাত্রের তরফে বলা হয়, “দীর্ঘদিন ধরেই ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে কাজ করছি আমরা। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে গ্রাহকদের যেন কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য উন্নতমানের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ডেটা এক্সপার্ট-সমস্ত কিছুরই ব্যবস্থা করা হয়েছে।”

[আরও পড়ুন: মেঘালয়ে তৃণমূলকে ভয়! ফলপ্রকাশের আগেই বিজেপির দ্বারস্থ মেঘালয়ের মুখ্যমন্ত্রী]

কোন অ্যাকাউন্ট থেকে বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ছে, সেগুলিকে কীভাবে চিহ্নিত করা হয়? হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে, মূলত তিন ধাপে অ্যাকাউন্টগুলির উপর নজরদারি চালানো হয়। রেজিস্ট্রেশনের পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে কী ধরনের মেসেজ পাঠানো হচ্ছে, সেদিকে নজর রাখা হয়। এছাড়াও ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে কতগুলি ব্লক ও রিপোর্টের অভিযোগ আসছে, সেটাও খতিয়ে দেখে বিশেষ প্রযুক্তি।

২০২৩ সালের জানুয়ারি মাসের রিপোর্ট পেশ করতে গিয়ে হোয়াটসঅ্যাপের (WhatsApp) তরফে জানানো হয়েছে, একমাসের মধ্যে ১৪৬১টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ১৯৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়। তবে অভিযোগ না পেলেও এই প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক আচরণ আটকাতে বিশেষ টুলের ব্যবস্থা রাখা হয়েছে।

[আরও পড়ুন: শুভমন গিলের তীব্র সমালোচনায় গাভাসকর, শুনে হেডেন বললেন, ‘সানি, তুমি বড় কড়া’]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে