Advertisement
Advertisement
Puffed rice Idli

মুড়ি দিয়েই বানিয়ে ফেলুন ইডলি, তাও মাত্র ১৫ মিনিটে

রইল রেসিপি।

This Idli Will Be Ready In 15 Minutes। Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 11, 2022 2:56 pm
  • Updated:July 11, 2022 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির ঘরে মুড়ির মতো জনপ্রিয় খাবার বোধহয় আর দ্বিতীয় কিছু নেই। সাধারণ মুড়ি-চানাচুরের পাশাপাশি ঝালমুড়ি, মুড়ি-সিঙাড়ার মতো খাবারও বেশ জুনপ্রিয়। কিন্তু মুড়ি দিয়ে ইডলি বানানো যেতে পারে তা কি কেউ কখনও ভেবেছেন? তাও মাত্র পনেরো মিনিটেই বানিয়ে ফেলা যাবে ইডলি(Idli)। ব্রেকফাস্টের জন্য আর চিন্তাও করতে হবে না। মাত্র পনেরো মিনিটেই তৈরি করে ফেলুন মুড়ি দিয়ে বানানো ইডলি। দেখে নিন সেই রেসিপি।

[আরও পড়ুন: আগামী বছরই জনসংখ্যার নিরিখে চিনকে টপকে যাবে ভারত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে]

যা যা লাগবে ইডলি বানানোর জন্য- এক কাপ জল, ৫০০ গ্রাম মুড়ি , পরিমাণ মতো নুন, সুজি এবং টক দই।
কীভাবে তৈরি করবেন? 
প্রথমে মুড়ি ভালভাবে ধুয়ে নিতে হবে। তারপর মিক্সারে সামান্য জল দিয়ে গুঁড়ো করতে হবে মুড়ি। খেয়াল রাখতে হবে সেই মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এবং কোনওভাবেই তার মধ্যে মুড়ির টুকরো যেন না থাকে। এর মধ্যে মেশাতে হবে দই। সঙ্গে পরিমান মতো নুন দিতে হবে মিশ্রণে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিশ্রণটিকে। ব্যাস তাহলেই রেডি ইডলি মিক্স। এবার ইডলি মেকারে সামান্য তেল ছড়িয়ে মিশ্রণ টিকে সমান ভাবে ঢালতে হবে। তারপরে কুকারে ১০ মিনিট স্টিম। একেবারে গরম গরম সার্ভ করে ফেলুন মুড়ির তৈরি ইডলি। 

Advertisement

[আরও পড়ুন: ‘২০২৪ সালের আগে CAA লাগু না হলে জীবন-মরণ আন্দোলনে নামব’, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের]

দক্ষিণ ভারতীয় খাবার গুলি পছন্দ করে দেশের অন্য প্রান্তের মানুষও। সন্ধের হালকা জলখাবার হোক বা দিনের শুরুতে ব্রেকফাস্ট, সবেতেই বাজিমাত করতে পারে এই খাবারগুলি। তবে সেই সব খাবারগুলির মধ্যে ইডলির স্থান বোধহয় জনপ্রিয়তার শীর্ষে। হালকা, সুস্বাদু এই খাবারটি শরীরের জন্যও একেবারেই ক্ষতিকারক নয়। এমনকি ইডলি খেলে দীর্ঘক্ষণ পেটও ভরে থাকে।

Advertisement

জনপ্রিয় এই খাবারটি বাড়িতেও সহজেই বানিয়ে ফেলা যায়। কিন্তু মূলত চাল বেটে এই মিশ্রণটি তৈরি করতে হয়। যা বেশ সময়সাপেক্ষ। সেই সমস্যার সমাধান করতেই হাজির এই নতুন পদ্ধতি। এবার মুড়ি দিয়ে তৈরি করা যাবে ইডলি। যা বাঁচাবে সময় আর খরচা দুটোই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ