Advertisement
Advertisement
Domestic Flight

স্বাধীনতা দিবসে ঘুরতে যেতে চান? গুনতে হতে পারে অতিরিক্ত বিমান ভাড়া

কোনও কোনও রুটে ভাড়া বাড়তে পারে ২০-২৫ শতাংশ।

Now Domestic Flight Ticket Prices Rise Ahead Of Independence Day Weekend | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 10, 2023 4:14 pm
  • Updated:August 10, 2023 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্ট মাস পড়তেই গোটা দেশে উৎসবের আবহাওয়া! স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টে যার শুরু, চলবে দিওয়ালি অবধি। শীতের দিনগুলোও অবশ্য বাঙালি-সহ গোটা দেশের ভ্রমণপিপাসু মানুষের প্রিয় সময়। সে অবশ্য এখনও খানিক দূরে। তথাপি হুড়মুড় করতে বাড়তে শুরু করেছে অন্তর্দেশীয় উড়ানের ভাড়া। আসলে এবার ১৫ আগস্ট পড়েছে মঙ্গলবার। অনেকের শনি-রবি এমনিই ছুটি। তাঁরা মাঝের তিন বা চার দিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ছেন ‘দিকশূন্যপুরে’র উদ্দেশে। এর ফলেই বিমান ভাড়া ঊর্ধ্বমুখী বলে জানা গিয়েছে।

গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক শহর, তীর্থস্থান, প্রাকৃতিক পরিবেশ সবই রয়েছে। জানা গিয়েছে, সপ্তাহ শেষে গোয়া, আগ্রা, কোচি, মাদুরাই, শিরডি এবং তিরুপতির বিমানের দাম বেড়েছে চোখে পড়ার মতো। শ্রীনগরের টিকিটের দাম তুলনামূলক কম। আগামী ৪৮ ঘণ্টায় মুম্বই-শ্রীনগর উড়ানে ভাড়া ৯, ৫০০ টাকা। যদিও ১৫ আগস্ট একই রুটে টিকিটের মূল্য ১২, ৫০০ টাকা। মুম্বই-দিল্লির ক্ষেত্রেও ভাড়া একই।

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানার দাঙ্গায় অভিযুক্ত দুই মুসলিম যুবককে গুলি পুলিশের, হাসপাতালে ভরতি আহত যুবক]

অন্যদিকে দিল্লি থেকে তিরুপতির মতো তীর্থস্থানের বিমান ভাড়া আগামী কয়েকদিনে পৌঁছেছে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকায়। ওই গন্তব্যেই জুন-জুলাই মাসে যারা টিকিট কেটে রেখেছিলেন, তাঁরা কমপক্ষে ২০-২৫ শতাংশ কম মূল্যে টিকিট কিনেছিলেন। বলা বাহুল্যের টিকিটের দাম বাড়ার আদত কারণ চাহিদা বৃদ্ধি। ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন অনেকেই। সেই আনন্দ ছুঁতে বাড়তি দাম চোকাতেও পিছপা হচ্ছেন না তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘ঘরে আগুন লাগায় দুষ্কৃতীরা, পালানোর সময় পথেই গণধর্ষণ’, মুখ খুললেন মণিপুরের তরুণী]

উল্লেখ্য, কোভিড মহামারীর সময় বিমানের টিকিটের মূল্য সর্বোচ্চ ৪১ শতাংশ বেড়েছিল। পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০২৩ সালের প্রথম চারমাসে বিমানে ভাড়া বেড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ