Advertisement
Advertisement

Breaking News

শাওমি

বাজারে আসছে শাওমির আকর্ষণীয় ইলেকট্রিক সাইকেল, দাম জানেন?

দুর্দান্ত ফিচারযুক্ত সাইকেলের নাম Himo T1।

Xiaomi launches electric bicycle called the Himo T1
Published by: Sulaya Singha
  • Posted:April 27, 2019 9:24 pm
  • Updated:September 12, 2023 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসং, নোকিয়া, ভিভোদের ভিড়ে স্মার্টফোনের জগতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে শাওমি। এদেশে বর্তমানে তাদের স্মার্টফোন বিক্রির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু শুধু মোবাইলই নয়, এই কোম্পানির অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও বেশ জনপ্রিয়। স্মার্ট টিভি, মোবাইলের সরঞ্জামও বিক্রি করে এই চিনা সংস্থা। তবে এবার সকলকে অবাক করে তারা বাজারে আনছে একটি ইলেকট্রনিক সাইকেল।

নিজেদের দেশে অনেক আগে থেকেই ইলেকট্রিক স্কুটার, বাই-সাইকেল বিক্রি করছে তারা। এবার সেই তালিকা দীর্ঘায়িত হল। কারণ বাজারে আসছে শাওমির আরও একটি ইলেকট্রিক সাইকেল। নাম Himo T1। শাওমিরই আরেকটি ব্র্যান্ড হিমো। তারা এখনও পর্যন্ত তিনটি ইলেকট্রিক সাইকেল বাজারে এনেছে। প্রথমটি Himo V1 এবং দ্বিতীয়টি Himo C20। দ্বিতীয়টি একটি ফোল্ডিং ই-বাইক। সর্বশেষ ভার্সানটি হল Himo T1। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ওয়ান-বাটন স্টার্ট। এছাড়াও মাল্টি ফাংশনাল কম্বিনেশন সুইচ, একটি ডিজিটাল ডিসপ্লেও রয়েছে এই সাইকেলে। ৯০ এমএম মাপের টায়ার-যুক্ত সাইকেলটির ডিজাইন বেশ সাদামাটা। বলা ভাল, ইউজার ফ্রেন্ডলি।

Advertisement

[আরও পড়ুন: জিওকে টক্কর দিতে সস্তায় দুর্দান্ত প্রি-পেড প্ল্যান আনল ভোডাফোন]

যতদিন যাচ্ছে, ততই এদেশে দূষণের মাত্রা বাড়ছে। এমন পরিবেশে একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারলে যেমন গন্তব্যে দ্রুত পৌঁছানোও যাবে, তেমনই নিঃশব্দে বায়ু দূষণের প্রতিবাদও জানানো যাবে। তাই শাওমির মতো বিশ্বস্ত ব্র্যান্ডের উপর ভরসা করে Himo T1-টি কেনার পরিকল্পনা করতেই পারেন। এটি ১৪ হাজার এমএএইচ লি-ইওন ব্যাটারিতে চলে। যার ভোল্টেজ ৪৮ভোল্ট। এতে থাকছে 14Ah/ 28Ah এনার্জি অপশন। 14Ah অপশনের সাইকেলটি একবার চার্জে ৬০ কিলোমিটার পর্যন্ত চলবে। 48Ah ভার্সানটি ১২০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এর পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক। আর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। সাইকেলটির ওজন ৫৩ কেজি।

Advertisement

মোট তিনটি রঙে মিলবে এই সাইকেল। লাল, ধূসর এবং সাদা। এবার হল আসল প্রশ্ন। আকর্ষণীয় ফিচারযুক্ত সাইকেলটির দাম কত? এনিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে শোনা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে ৩০ হাজার ৭০০ টাকার আশেপাশে। আগামী ৪ জুন থেকে চিনে বিক্রি শুরু Himo T1-এর। তবে ভারতে ই-বাইক কবে আসবে বা আদৌ আসবে কিনা, তা এখনও অজানা।

[আরও পড়ুন: হারানো ফোন খুঁজে দিলে ৪ লক্ষ টাকা দিচ্ছে অনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ