Advertisement
Advertisement
Fake Glasses

এক কোটির চশমা পরলেই দেখা যাবে অনাবৃত শরীর! প্রতারণার ফাঁদে ক্রেতারা, তারপর…

ধনী ব্যবসায়ীদের ফাঁদে ফেলত চক্রটি।

Now 4 Arrested for Selling Fake Glasses that ‘Show People Naked’ | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 8, 2023 5:05 pm
  • Updated:May 8, 2023 9:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান অভিনীত বাদশা সিনেমায় মজার ছলে দেখানো হয়েছিল একটি দৃশ্য। যেখানে চশমা পরলেই দেখা যাচ্ছিল সামনে দাঁড়ানো ব্যক্তির অনাবৃত দেহ। হিন্দি ছবির সেই কল্পনা ধার করে প্রতারণার অভিযোগ উঠল বেঙ্গালুরুতে (Bengaluru)। আশ্চর্য গুণের কথা বলে চশমা বিক্রি করে গ্রেপ্তার হলেন ৪ ব্যক্তি। চশমার দাম ১ কোটি টাকা রেখেছিল প্রতারণা চক্রটি। যাঁরা সেই ভুয়ো চশমা কিনেছেন, তাঁরা কীভাবে প্রতারকদের কথা বিশ্বাস করলেন তা ভেবে পাচ্ছে না পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত শহরের ধনী ব্যবসায়ীদের নিশানা করত প্রতারণা চক্রটি। বলা হত, আশ্চর্য নয়া আবিষ্কার রয়েছে তাদের কাছে। এই চশমা পরলেই জামাকাপড় ভেদ করে দেখা যাবে অনাবৃত দেহ। ব্যবসায়ীদের গোপন আস্তানায় নিয়ে গিয়ে ট্রায়ালেরও ব্যবস্থা ছিল। এর জন্য কিছু মডেলকে ভাড়া করা হত। তাঁরা নগ্ন অবস্থায় ‘পোজ’ দিত। সেই ভিডিও দেখানো হত ব্যবসায়ীদের। কায়দা করে দেখানো ওই ঘটনায় মাথা গুলিয়ে যেত ব্যবসায়ীদের। এভাবে তিন জন ব্যবসায়ীর কাছে ১ কোটি মূল্যের ভুয়ো চশমা বিক্রি করতে সক্ষম হয়েছিল বেঙ্গালুরুর এক বাসিন্দা।

Advertisement

[আরও পড়ুন: ‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির, কঠোর শাস্তির দাবি]

যদিও পুলিশের নজের পড়ে যান ওই ব্যক্তি। মূল অভিযুক্ত-সহ প্রতারণা চক্রের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হল বেঙ্গালুরুর বাসিন্দা আর সুরাইয়া ও তাঁর সঙ্গী গুবাবিব (৩৭), জিতু জয়ন (২৪) এবং এস ইরশাদ (২১)। সুরাইয়ার ৩ সঙ্গীই কেরলের বাসিন্দা। অভিযুক্তদের দায়রা আদালতে হাজির করানো হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার তদন্তে হতবাক পুলিশ।  

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে অশান্তি নিয়ে একাধিক মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে, মুখ খুললেন অমিত শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ