Advertisement
Advertisement
Leopard

শিকার করতে গিয়ে নিজেই শিকার! জংলি কুকুরের তাড়া খেয়ে পালাল চিতাবাঘ

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Leopard tried to attack wild dogs | Sangbad

ছবি: সংগৃহিত।

Published by: Kishore Ghosh
  • Posted:December 20, 2023 8:00 pm
  • Updated:December 20, 2023 8:02 pm

সংবাদ প্রতিদিন জিজিটাল ডেস্ক: শিকার করতে গিয়ে মান সম্মান গেল চিতাবাঘের (Leopard)। চরম হতাশ হয়ে লেজ গুলিয়ে পালাতে হল পর্যন্ত। জংলি কুকুরের (Wild Dog) দল যুথবদ্ধ হয়ে শিকারীকেই শিকার করছিল আরেকটু হলে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক)। কোথায় এমন কাণ্ড ঘটেছে?

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। সেখানে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে এই ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি জংলি কুকুর ঘুমিয়ে রয়েছে। সেখানে নিঃশব্দে হাজির হয় একটি চিতাবাঘ। চোখের সামনে অসতর্ক শিকার দেখে চোখ চকচক করে ওঠে বাঘটির। এর পরেই সেটিকে পা টিপেটিপে শিকারের দিকে এগোতে দেখা যায়।

Advertisement

Advertisement

 

[আরও পড়ুন: ‘আপনি ভগবান, উদ্ধার করুন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা]

কিন্ত আচমকা ঘুম ভেঙে যায় একটি কুকুরের। ওই কুকুরটি দ্রুত বাকি কুকুরদের ডেকে তোলে। এর পরেই পালটা চিতাবাঘকে তাড়া করে জংলি কুকুরের দল। দলবদ্ধ হামলায় প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হয় বাঘটি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ৩০ লক্ষ ছাপিয়ে গিয়েছে ভিউ। নেটপাড়ার বক্তব্য, একেই বলে একা লাঠি দশের বোঝা।

 

[আরও পড়ুন: সাইবার প্রতারণা রুখতে নয়া দাওয়াই, মোবাইলের IMEI নম্বর বন্ধ করবে লালবাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ