Advertisement
Advertisement
lottery

জিতেছিলেন ১২ কোটির লটারি, স্ত্রীকে লুকিয়ে সেই টাকাতেই প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিলেন যুবক!

গোটা বিষয়টি স্ত্রী জানতেই কী হাল হল ওই যুবকের?

Man hides Rs 12 crore lottery, buys flat for his ex | Sangbad Pratidin

ছবি :প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2023 6:43 pm
  • Updated:February 14, 2023 6:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লটারিতে ভুরি ভুরি টাকা জিতেছেন। কিন্তু পাছে খরচ হয়ে যায়, তাই স্ত্রীকে সে কথা জানাতে চাননি ওই ব্যক্তি। তবে লটারি জেতার কথা লুকিয়ে যে এত বড় বিপাকে পড়বেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি।

ঘটনাটা ঠিক কী? চিনা ব্যক্তি ঝাও বছর দুয়েক আগে ১০ মিলিয়ান ইউয়ান জেতেন লটারিতে। ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২.১৩ কোটি টাকা। ট্যাক্স কেটে তাঁর হাতে এসে পৌঁছায় ১০.২২ কোটি টাকা। কিন্তু স্ত্রী লিনকে ঘুণাক্ষরেও লটারি জেতার খবর টের পেতে দেননি ঝাও। প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ রেখে দিয়েছিলেন তিনি। তারপর নিজের দিদির অ্যাকাউন্টে প্রায় আড়াই কোটি টাকা পাঠিয়ে রাখেন। তার ক’দিন পর আবার অ্যাকাউন্ট থেকে প্রায় ৯০ লক্ষ টাকা তোলেন। কেন? কারণ ওই অর্থ দিয়ে নিজের প্রাক্তন স্ত্রীকে একটি ফ্ল্যাট উপহার দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: নওশাদের গ্রেপ্তারির প্রতিবাদে ফের পথে বাম-ISF, ১৪৪ ধারা জারি সত্ত্বেও ভাঙড়ে সভা আরাবুলের!]

এরপর আর গোপন কথাটি রহিল না গোপনে। গোটা বিষয়টি জানতে পারেন লিন। আর তারপরই স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের দাবিতে আদালতের দ্বারস্থও হন লিন। এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে সমস্ত সম্পত্তি সমান ভাগ হওয়ার প্রসঙ্গটি উঠে আসে। আদালতে লিনের আরজি, ক্ষতিপূরণ হিসেবে দিদি ও প্রাক্তন স্ত্রীকে দেওয়া অর্থ থেকেও ভাগ দিতে হবে ঝাওকে। আর এতেই বিপাকে পড়েছেন ঝাও।

Advertisement

আদালতের পর্যবেক্ষণেও বলা হয়, স্বামী-স্ত্রীর যুগ্ম সম্পত্তিতে থেকেই স্ত্রীর অজান্তে অর্থ খরচ করেছেন ঝাও। ফলে লুকিয়ে রাখা টাকার ৬০ শতাংশ লিনকে দিতে হবে। আর এভাবেই খরচ আটকাতে গিয়ে শেষে অতিরিক্ত খরচ হয়ে গেল ঝাওয়ের। অনেকেই মজা করে বলছেন, এ থেকে শিক্ষা নিয়ে স্ত্রীর কাছে কিছু না লুকনোই বুদ্ধিমানের কাজ।

[আরও পড়ুন: প্রেমদিবসে দিল্লিতে ধাবার ফ্রিজে মিলল তরুণীর দেহ, প্রেমিকের কুকীর্তি জেনে ফেলায় খুন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ