BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রেমিকার বিয়েতে ঢুকে পাত্রের সামনেই সিঁথিতে সিঁদুর, গণধোলাই খেলেন যুবক, তারপর…

Published by: Anwesha Adhikary |    Posted: July 8, 2022 5:03 pm|    Updated: July 8, 2022 6:28 pm

Nalanda Man married girlfriend on her wedding with another man, brutally thrashed | Sangbad Pratidin

ছবি:প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দিচ্ছে বাড়ির লোক। অগত্যা প্রেমিককে ফোন করে বিয়ের আসরে পৌঁছে যেতে বললেন প্রেমিকা। সেখানে হবু বরকে সরিয়ে মালাবদল আর সিঁদুর দান করবেন, এমনটাই পরিকল্পনা ছিল দু’জনের। প্ল্যান মাফিক সব কাজ হয়েও গিয়েছিল। কিন্তু তারপর উপস্থিত জনতার হাতে বেধড়ক মার খেতে হল প্রেমিককে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দায় (Nalanda)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ওই যুবক।

জানা গিয়েছে, ওই যুবকের নাম মুকেশ। গত এক বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। গত মঙ্গলবার বিয়ের সময়ে হঠাৎই মন্ডপে ঢুকে পড়ে মুকেশ। যেখানে বিয়ের জায়গা ছিল, সেখানে উপস্থিত হয়ে মালা পরিয়ে দেন কনের গলায়। তারপরেই সিঁদুর পরিয়ে দেন। এই ঘটনা দেখেই খেপে ওঠে বিয়েতে উপস্থিত জনতা। উত্তেজিত হয়ে মুকেশকে বেধড়ক মারধর করতে থাকে সকলে। মুখে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: পড়ুয়া না থাকায় ক্লাস বন্ধ কলেজে! তিন বছরের বেতন ২৪ লক্ষ টাকা ফেরত দিলেন অধ্যাপক]

পুলিশকে মুকেশ জানিয়েছেন, গত একবছর ধরে যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। একসঙ্গে সারাজীবন কাটানোর পরিকল্পনাও করেছিলেন তাঁরা। কিন্তু মেয়েটির বাড়ির লোক সম্পর্কের কথা জানতে পেরেই অন্যত্র বিয়ে (Nalanda Wedding) ঠিক করে ফেলে। তাই উপায়ান্তর না দেখে মুকেশকে ফোন করে সব কথা জানায় তাঁর প্রেমিকা। বিয়ের মণ্ডপেই সিঁদুর পরানোর পরিকল্পনা হয়। ঘটনা দেখে হতবাক হয়ে যায় হবু বরের বাড়ির লোকজন। তখনই বিয়ের আসর থেকে চলে যান তাঁরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত রয়েছে মুকেশের। আপাতত বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। মুকেশের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। 

[আরও পড়ুন: মেকআপের ফাঁদে যুবক! তিরিশের তরুণী সেজে তৃতীয় বিয়ে ৫৪ বছরের প্রৌঢ়ার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে