BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

OMG! করোনামুক্ত এই শহরে মাত্র ৮৫ টাকায় মিলছে আস্ত একটি বাড়ি!

Published by: Sucheta Chakrabarty |    Posted: June 12, 2020 10:27 pm|    Updated: June 12, 2020 10:56 pm

OMG! this Cororna free city is selling house at rupees 85

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেস্তরাঁর সামান্য চাউমিনের দামও শুরু হয় ৯০ টাকা থেকে। বাজারে কিলো প্রতি মাংসের দামও ৩০০ টাকা কেজি। সেখানে আপনি একটা আস্ত বাড়ি কিনতে পারেন মাত্র ৮৫ টাকায়। কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যা ঠিক শুনেছেন, ইতালির এক শহরে মিলছে এই বাড়ি। তাহলে আর দেরি কেন জেনে নিন বিস্তারিত তথ্য।

house-at-85-2

৮৫ টাকায় মিলছে সবুজে ঘেরা আস্ত বাড়ি। বাড়ির দাম ৮৫ টাকা বলে হেলা ফেলা করবেন না। তবে লটারি কেটে নয়, বাড়ি কিনতে গেলে আপনাকে সশরীরে যেতে হবে এই শহরে। কোথায় তার ঠিকানা? ইতালি। না, নাম শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিগত কয়েকমাস যেই ইতালি সংক্রমণের ভরকেন্দ্র হিসেবে স্থান অর্জন করেছিল, সেই ইতালিই বটে। তবে বিশ্বাস করুণ এই শহরের একজনও আক্রান্ত নন। তাই করোনামুক্ত শহর হিসেবে নিজেদের কাছে লোক টানতে চাইছেন তাঁরা।

[আরও পড়ুন:হারিয়ে যায়নি মানবিকতা, হনুমানকে ভাত খাইয়ে দিচ্ছেন মহিলা, বাঙালি পরিবারকে কুর্নিশ নেটদুনিয়ার]

ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে মূলত সিনকেফ্রন্দি সম্প্রদায়ের বাস। ইতালীয়দের কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। সাহেবরা অবশ্য বলেন, সিংকফ্রন্দি। তা সে যে নামেই ডাকুন গাছগাছালি, সবুজে সাজানো সুন্দর এক শহর। এখানেই আপনার জন্য অপেক্ষা করছে মনোরম একটি বাড়ি। হ্যাঁ, মাত্র ১ ইউরোয়। ভারতীয় মুদ্রায় যার দাম পড়ছে ৮৫.৭৯। না, কোনও বিজ্ঞাপনী চমক নয়। ৮৫ টাকায় বাড়ি বুক করা যায়। তবে ৮৫ টাকায় বাড়ি কিনে পরে অবশ্য বাকি দাম দেওয়ার গল্পও নেই। এই এক ইউরোই দামেই মিলবে আস্ত একটি বাড়ি।

[আরও পড়ুন:একেই বলে ভাগ্য, বিহারে রাতারাতি কোটিপতি হয়ে গেল দুটি হাতি! কীভাবে জানেন?]

এই শহরের মেয়র মিশেল কনিয়া বলছেন, “অপারেশন বিউটি (Operation Beauty)নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। তার জেরেই এই কাজ।” নামেই বোঝা যাচ্ছে যে, শহর সাজানোই লক্ষ্য এই মেয়রের। প্রাণহীন, জনমানবহীন শহরে মানুষের বসতি গড়ে তুলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নামমাত্র মূল্য দিয়ে বাড়ি কিনতে মানুষকে হাতছানি দিচ্ছে এই শহর।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে