Advertisement
Advertisement

Breaking News

ভারতকে জবাব দিতে গিয়ে হাসির খোরাক পাক সাংবাদিক

কী এমন করলেন সাংবাদিক?

Pak journalist trolled
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2019 5:59 pm
  • Updated:February 24, 2019 5:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের ঠান্ডা লড়াই লেগেই ছিল৷ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা সামনে আসার পর সেই দ্বৈরথ আরও প্রকট হয়েছে৷ পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ এতেই যেন আঁতে ঘা লেগেছে পাকিস্তানের৷ একটি চ্যানেলের শো-তে ভারতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন পাক সাংবাদিক৷ কিন্তু কাল হয়ে দাঁড়াল তাঁর অঙ্গভঙ্গি৷ বাহবার পরিবর্তে নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হলেন ওই কীর্তিমান৷

[পাকিস্তান মুর্দাবাদ’ বললেই খাবারে মিলবে আকর্ষণীয় ছাড়!]

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় প্রায় ২৫০০ জন সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল৷ ওই কনভয়ে আচমকাই প্রচুর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকে পড়ে৷ একটি গাড়িতে ধাক্কা মেরে বিস্ফোরণ হয়৷ সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় ৪২ জন ভারতীয় জওয়ানের শরীর৷ পরে হাসপাতালে শহিদ হন আরও সাতজন৷ হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷ এই ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ৷ পুলওয়ামায় জঙ্গি হানার পর ইসলামাবাদকে ভাতে মারতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ কেড়ে নেওয়া হয়েছে পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে গোটা দেশ৷ যারা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে, তাদের বিরোধিতার ইস্যুতে একমত মধ্যপ্রদেশের ঝাপুয়ার কৃষকরা৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা৷

Advertisement

[OMG! পিগ আইল্যান্ডে ফটোশুট করতে গিয়ে এ কী হাল হল লাস্যময়ী মডেলের!]

ভারতের এই সিদ্ধান্তে সমালোচনায় সরব পাকিস্তান৷ পণ্যের জোগান না দেওয়ার বিরোধিতায় সরব সংবাদমাধ্যমগুলিও৷ এই ঘটনার প্রসঙ্গে পাকিস্তানি এক সাংবাদিক বলেন,‘‘ভারত সস্তার রাজনীতি করছে৷ ভারত ভেবেছে পাকিস্তানিরা টমেটো ছাড়া বাঁচতে পারবেন না৷ পাকিস্তান একটি পরমাণু বোমা তৈরি করেছে৷ ভারতকে টমেটোর জোগান বন্ধের জবাব দেওয়ার সময় এসেছে৷ ভারতকে টমেটোর বদলা হিসাবে পরমাণু বোমায় জবাব দেবে পাকিস্তান৷’’ এরপর তিনি বলেন, ‘‘তউবা-তউবা৷’’

Advertisement

নেটদুনিয়ার দৌলতে অনুষ্ঠানের এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটদুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন ওই সাংবাদিক৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে তাঁর অঙ্গভঙ্গি নিয়েই নেটদুনিয়ায় খোঁচা খাচ্ছেন ওই সাংবাদিক৷

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ