Advertisement
Advertisement
Rajasthan Couple

বিয়ের দিন করোনায় আক্রান্ত কনে, অভিনব কায়দায় চার হাত এক হল যুগলের

কীভাবে? ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

Rajasthan Couple gets married wearing PPE kits after Bride ests COVID-19 Positive, Viral Video | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Suparna Majumder
  • Posted:December 7, 2020 11:04 pm
  • Updated:December 7, 2020 11:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভালবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো”। অতিমারী আবহেই বিয়ের মরশুম। ইতিউতি সানাই কিংবা ব্যান্ডের শব্দও শোনা যায়। করোনার (CoronaVirus) ভ্রূকুটিকে বুড়ো আঙুল দেখিয়েই দিকে দিকে ভালবাসার জয়জয়কার। সামান্য অতিথির উপস্থিতিতেই সাতপাকে ধরা দিচ্ছেন অনেকে। কিন্তু বিয়ের ঠিক আগেই যদি কনের কোভিড (COVID-19) পরীক্ষার ফল পজিটিভ আসে তাহলে? তাহলেও বিয়ে আটকাবে না। এমনটাই বুঝিয়ে দিল রাজস্থানের কেলওয়াড়া কোভিড সেন্টার।

নীল রঙের PPE কিট পরা বর। হাতে দস্তানা। মুখের সামনে ফেস শিল্ড। আর মাথায় পাগড়ি। কনের পরনের লাল বেশও ঢেকেছে PPE কিটের আড়ালে। তাঁরও আদ্যোপান্ত ঢাকা সুরক্ষা কবচে। পুরোহিতের পরনে সাদা PPE কিট। তার ভিতর থেকেই অবিরত মন্ত্রোচারণ করে চলেছেন আর আগুনে ঘৃতাহুতি দিয়ে চলেছেন। এভাবেই করোনা আক্রান্ত কনের বিয়ে সম্পন্ন হল। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায়। অতিমারী পরিস্থিতিতে বিশেষ এই শুভ পরিণয় দেখে মুগ্ধ হন অনেকে। তবে কেউ কেউ আবার নিন্দেমন্দও করেছেন। নিন্দুকদের প্রশ্ন, প্রাণ আগে না বিয়ে আগে।

Advertisement

[আরও পড়ুন: ২০০ টাকায় লিজ নেওয়া জমিতে ঘুরে গেল ভাগ্যের চাকা! মাটি খুঁড়েই অমূল্য রতন প্রাপ্তি কৃষকের]

স্থানীয় চিকিৎসক ডা. সম্পত রাজ নগর, যিনি এই বিয়ের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জানিয়েছেন, সুরক্ষা বিধি মেনে এলাকার প্রশাসনের অনুমতি মেনে এই বিয়ে সারা হয়েছে। কনের তরফ থেকে শুধুমাত্র তাঁর বাবাকে বিয়েতে শামিল হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যাতে তিনি কন্যাদান করতে পারেন। সঙ্গে আরও দুই জন প্রতিনিধি। যাঁদের মধ্যে একজন পুরোহিতকে সাহায্য করার জন্য, অন্যজন বিধির নানা সামগ্রী জোগাড় করে দেওয়ার জন্য। প্রত্যেককেই PPE কিট পরিয়ে ফেস শিল্ডের আবরণে ঢেকে তারপর বিয়েতে শামিল করা হয়।

[আরও পড়ুন: রাখে হরি মারে কে! ট্রাকের তলায় চাপা পড়েও বহাল তবিয়তে প্রৌঢ়া! ভাইরাল ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ