সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরে পাস মা হ্যায়।’ আজ থেকে ৪৪ বছর আগে বলিউডের একটি বিখ্যাত সিনেমার এই ডায়লগটি সারা ভারতের মন জয় করে নিয়েছিল। আসলে প্রাচীনকাল থেকে আজও পৃথিবীর সেরা সম্পদ বলতে মমতাময়ীকেই মা-কেই মনে করে সন্তানরা। পশু কিংবা মানুষ যেই হোক না কেন। মায়ের তত্ত্বাবধানেই নিশ্চিন্ত জীবনযাপন করতে চায় সকলে। আর মাও সব কাজের ফাঁকে নজরে নজরে রাখার চেষ্টা করে সন্তানকে। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি কালো রঙের ভাল্লুককে তার বাচ্চাদের রাস্তা পার করাতে দেখে আপ্লুত হয়ে পড়েছে নেটিজেনরা। এই ঘটনাকে পৃথিবীকে অন্যতম সুন্দর দৃশ্য বলেও বর্ণনা করেছেন কেউ কেউ।
The bear mama knows how to cross the road. And these fluffy balls just want to follow. Learn some road sense from the mother. Sent by a friend, location unknown. pic.twitter.com/YD5MiC2Jxv
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 1, 2020
রবিবার সকালে ৩৮ সেকেন্ডে ওই ভিডিওটি টুইটারে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস(IFS)-র পরভীন কাসওয়ান নামে আধিকারিক। তাতে তিনি লিখেছেন, ওই ভাল্লুক মা জানে কীভাবে রাস্তা পার হতে হয়। নিজের ছোট ছোট সন্তানদের সেটাই হাতে-কলমে করে দেখাচ্ছে সে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা ভাল্লুকটি রাস্তার ধারে দাঁড়িয়ে সন্তানদের জন্য অপেক্ষা করছে। তারপর সব বাচ্চাগুলো একসঙ্গে জড়ো হলে তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে রাস্তা পার করাচ্ছে।
[আরও পড়ুন: OMG! বিমানের ভিতরে ‘উড়তা’ পায়রা ধরতে লাফালাফি যাত্রীদের ]
ভিডিওটি পোস্ট হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই ৮ হাজার লোক সেটি দেখেন। আর পছন্দ করেন প্রায় দেড় হাজার মানুষ। ভিডিও পোস্ট করার জন্য পরভীন কাসওয়ান নামে ওই ভারতীয় বনাধিকারিক ধন্যবাদ জানিয়ে একজন টুইটারাট্টি লেখেন, অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আমার দিনটাই ভাল করে দিল। অন্য আরেকজন লেখেন, স্যার আপনার ভিডিওটি সত্যি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। পশুদের প্রতি আমাদের ভালবাসাও দিন দিন বাড়ছে। আরেকজনের কথায়, মা প্রকৃতি হল সবথেকে ভাল শিক্ষক।