সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস। মানুষকে সতর্ক থাকতে নিয়মাবলি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। একগুচ্ছি নিয়মের মধ্যে যেখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে, নিয়মিত সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সাধারণকে সচেতন করতে এবার সেই নিয়মই অভিনব কায়দায় তুলে ধরলেন কেরলের পুলিশরা।
সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম থেকে পাওয়া নানা খবর করোনা আতঙ্ক এমনিতেই দ্বিগুণ করে তুলেছে। তাই প্রত্যেক মুহূর্তে সতর্ক করছে প্রশাসন। বলা হচ্ছে, ভয় না পেয়ে সচেতন হোন। সতর্কতা অবলম্বন করুন। আর সেই সচেতনতার পাঠই এবার একটু অন্যভাবে দিল কেরল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কেরলের রাজ্য পুলিশ মিডিয়া সেন্টার। যা এখন ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, উর্দিধারী কয়েকজন পুলিশ নেচে নেচে মানুষকে সচেতন করছেন। সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা বোঝাচ্ছেন। কীভাবে হাত ধুতে হবে তাও জানাচ্ছেন নাচের ভঙ্গিতেই। এক মিনিট চার সেকেন্ডের ভিডিওটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। আতঙ্কের মধ্যেও ছয় পুলিশের এই কাণ্ডকারখানায় হাসি ফুটেছে অনেকের মুখেই।
ইতিমধ্যেই ফেসবুকে আট লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। এক নেটিজেন লিখেছেন, সত্যিই খুব দরকারি এবং শিক্ষনীয় ভিডিও। অন্যজন আবার মজা করে লিখেছেন, কোরিওগ্রাফিটা দারুণ হয়েছে।
Kerala Police releases awareness video on preventing #CoronavirusOutbreak .
❤️❤️ pic.twitter.com/C6X9DDxQG2— ஜானு (@Janu_Bhaskar_) March 17, 2020
করোনা মোকাবিলায় তৎপর গোটা দেশ। এখনও পর্যন্ত ভারতে আতঙ্কের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে। কেরলও আক্রান্ত প্রায় ২৫। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি রাজ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুলিশ-প্রশাসন সাধারণ মানুষ সকলেই সচেতন। তার মধ্যে কেরল পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.