Advertisement
Advertisement

Breaking News

Personal Finance

জেনে নিন পোস্ট অফিস স্কিমে সুদের হার, রইল বাজারের টাটকা খবর

রইল আটটি স্মল সেভিংস স্কিমের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তনের খবর।

Here are the things to know about investment | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:January 4, 2023 2:49 pm
  • Updated:January 4, 2023 2:53 pm

পনি কি বিনিয়োগ করতে আগ্রহী? তাহলে সবার প্রথম জেনে নিতে হবে বাজারের হালহকিকত। এখানে রইল আটটি স্মল সেভিংস স্কিমের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তনের খবর। ২০-১১০ বেসিস পয়েন্টস পর্যন্ত বৃদ্ধি হল ১ জানুয়ারি থেকে।

মূল বৈশিষ্ট্য, যা মনে রাখবেন–
১. সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম-এর ক্ষেত্রে পরিবর্তিত হার ৭.৬ % থেকে ৮%।
২. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-এর ক্ষেত্রে পরিবর্তিত হার ৬.৮ % থেকে ৭%।
৩. কিষান বিকাশ পত্র-এর ক্ষেত্রে পরিবর্তিত হার ৭% থেকে ৭.২%। এটি ১২০ মাসে দ্বিগুণ হয়।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: মুদ্রাস্ফীতির পিচেও ভাল রিটার্ন দিচ্ছে সোনা, আশাবাদী বিশেষজ্ঞরা]

এদিকে, সদ‌্য সমাপ্ত সভারেন গোল্ড বন্ডের অ‌্যালটমেন্ট ডেট পেরিয়েছে। ইস্যু প্রাইস ধার্য করা হয়েছিল ~৫,৩৫৯/- প্রতি গ্রামে। অফলাইন কেনার ক্ষেত্রে দাম ছিল ৫০ টাকা বেশি প্রতি গ্রামে। ইনভেস্টররা পঞ্চম বছর থেকে শর্তাধীনভাবে এক্সিট অপশনের সুযোগ পাবেন। প্রতি ছয় মাসে তা একবার পাওয়া সম্ভব হবে। বন্ডের ম‌্যাচুরিটির মেয়াদ ৮ বছর। বিনিয়োগকারীরা জানেন, এই ক্ষেত্রে তাঁদের লগ্নি সোনার দামের সঙ্গে জড়িত থাকবে, সঙ্গে পাওয়া যাবে ২-৫০ শতাংশ। আট বছরের মাথায় যিনি রিডিম করবেন, তাঁকে কোনও ক‌্যাপিটাল গেনের উপর ট‌্যাক্স দিতে হবে না। সভারেন গোল্ড বন্ড সাধারণ লোনের জন‌্য ‘কোল‌্যাটেরাল’ বলে গণ‌্য করা হয়।

সতর্কীকরণ

লগ্নির যাবতীয় সিদ্ধান্ত একমাত্র বিনিয়োগকারীর নিজের, দায়িত্বও তাঁর। ‘সংবাদ প্রতিদিন’-এর এতে কোনও ভূমিকা নেই। লগ্নি-জনিত ফলাফল বিনিয়োগকারীর সিদ্ধান্তের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তাই বাজারের ঝুঁকির ব্যাপারে সব জেনে নিয়েই পদক্ষেপ করবেন।

[আরও পড়ুন: ট্যাক্স বাঁচবে, ইনডেক্স-সুবিধাও মিলবে, জেনে নিন এই মিউচুয়াল ফান্ডের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ