সাম্প্রতিক বছরগুলোতে, ডিজিটাল পেমেন্ট ভারতের আর্থিক ব্যবস্থার দৃশ্যপটকে আমূল পরিবর্তন করেছে, লেনদেনকে করেছে দ্রুত, নিরাপদ এবং সহজলভ্য। ইউপিআই-এর উত্থান এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে, যা লক্ষ লক্ষ মানুষের জন্য পেমেন্টকে সহজ করে তুলেছে। এখন ইউপিআই নেপাল এবং ভুটানে সম্প্রসারিত হওয়ার ফলে, সীমান্ত পেরিয়ে যাতায়াতে ডিজিটাল লেনদেন আরও সহজ এবং সুবিধাজনক হয়ে উঠছে।
২০২৪ সালে, ভারত থেকে নেপালে সর্বোচ্চ সংখ্যক পর্যটক নেপাল ভ্রমণ করেছেন, এই বছর ২ লক্ষ ৯৩ হাজারের বেশি ভারতীয় পর্যটক নেপাল গিয়েছেন। ইউপিআই-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা সীমান্তের ওপারে সংযোগের নতুন দ্বার খুলে দেবে, ভ্রমণ ও বাণিজ্যকে আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলবে।
সীমান্তের অপর প্রান্তেও সহজেই পেমেন্ট-এর সুবিধা সীমান্তের অপর প্রান্তেও ইউপিআই-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে বিদেশে লেনদেন এখন আরও সহজ এবং নগদবিহীন হয়েছে। এটি নগদ বহনের ঝুঁকি কমায় এবং সুরক্ষিত লেনদেনের সুযোগ দেয়। ভারতীয় ভ্রমণকারীরা তাদের বিদ্যমান ইউপিআই অ্যাপ, যেমন ভীম, গুগল পে, ফোনপে, পেটিএম এবং অন্যান্য ব্যবহার করে নেপালের মোবাইল পেমেন্ট নেটওয়ার্ক FonePay এবং ভুটানের রয়্যাল মনিটারি অথরিটি (RMA)-এর সঙ্গে যুক্ত মার্চেন্টদের কাছে পেমেন্ট করতে পারবেন।
আন্তর্জাতিক লেনদেনের জন্য ইউপিআই সক্রিয় করা সহজ এবং দ্রুত:
1.আপনার ইউপিআই অ্যাপ খুলুন।
2.প্রোফাইল সেকশনে যান।
3.আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং “UPI International” বা “UPI Global” অপশনটি খুঁজুন (যদি আপনার ব্যাঙ্ক এটি সমর্থন করে)।
4.ফিচারটি সক্রিয় করুন।
5 যদি প্রয়োজন হয়, বৈধতার সময়সীমা নির্ধারণ করুন এবং আপনার ইউপিআই পিন প্রবেশ করান।
আপনার ইউপিআই এখন আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রস্তুত।
ভারতীয় গ্রাহকেরা নেপাল ভ্রমণের সময় রিয়েল-টাইম, নিরাপদ এবং সুবিধাজনক ইউপিআই পেমেন্ট করতে পারেন নির্বাচিত FonePay ব্যবহারকারী ব্যবসায়ীদের কাছে। এটি নেপালের জনপ্রিয় স্থানগুলোতে উপলব্ধ, যেমন লুম্বিনি মঠ এলাকা, চিতওয়ান, ঝাপা, পশুপতিনাথ মন্দির, ভাটভাটেনি খুচরা চেইন ইত্যাদি। এটি ভ্রমণকারীদের জন্য নগদবিহীন লেনদেনের সুবিধা প্রদান করে, ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে।
আবার, ভারতীয় পর্যটকদের জন্য ভুটান একটি জনপ্রিয় গন্তব্য। এখানে, Royal Monetary Authority (RMA)-ব্যবহারকারী ব্যবসায়ীদের মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। থিম্পুর উইকএন্ড মার্কেটে কেনাকাটা করার সময় হোক বা উল্লেখযোগ্য হোটেলগুলোতে থাকার জন্য, পর্যটকরা তাদের পরিচিত ইউপিআই অ্যাপগুলোর মাধ্যমে ভুটানে নগদবিহীন ও নিরাপদ লেনদেন উপভোগ করতে পারবেন। NPCI-এর আন্তর্জাতিক শাখা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI), International Payments Limited (NIPL), এখন পর্যন্ত সাতটি দেশে ইউপিআই গ্রহণযোগ্যতা সক্রিয় করেছে। এই দেশগুলি হল শ্রীলঙ্কা, মরিশাস, ফ্রান্স (নির্বাচিত ব্যবসায়ী), সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.