Advertisement
Advertisement
Abhishek Banerjee eats Litti Chokha at Jamuria

জামুরিয়ায় লিট্টি চোখা খেতে খেতে স্থানীয়দের সঙ্গে আড্ডা অভিষেকের, হাজির সাংসদ শত্রুঘ্নও

অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার পরই দেখা যায় ১৫ হাজার লিট্টি শেষ।

১০

তৃণমূলের নবজোয়ার এখন জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করে আসানসোলে উৎসবের মেজাজ। হয় লিট্টি চোখা উৎসব।

১০

জামুরিয়ায় অভিষেকের সঙ্গে হাজির ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

১০

দুজনেই চেখে দেখলেন ভিন রাজ্যের লিট্টি চোখার স্বাদ।

১০

অভিষেক বন্দ্যোপাধ্যায় লিটি চোখা উৎসবে এসে দেখেন মঞ্চ তৈরি হয়েছে। জামুরিয়ার বিধায়ককে বলেন, "মঞ্চ কেন? আমি তো ভাষণ দিতে আসিনি। মানুষের সঙ্গে লিটি চোখে খেয়ে কথাবার্তার আদান প্রদান করতাম।"

১০

তৃণমূলের জনজোয়ার কর্মসূচিতে লিট্টি চোখা উৎসব পালনের জন্য ১৫ হাজার লিট্টি তৈরি করা হয়। পোড়া কয়লার আগুনে সেকে চলে লিট্টি। সেই লিট্টি গাওয়া ঘিয়ে ভিজিয়ে পরিবেশন করা হয়।

১০

উৎপল মনি পন্ডিত গোপ বন্ধু ফ্রি প্রাইমারি স্কুলে লিট্টি তৈরির ব্যবস্থা হয়। বিলির জন্য তৈরি করা হয় ২০ টি কাউন্টার।

১০

লিট্টির সাথেই তৈরি হয় আদা রসুন দিয়ে আলু চোখা ও আম পুদিনা ও কাঁচা লঙ্কা দিয়ে তৈরি মুখরোচক চাটনি।

১০

জামসেদপুর থেকে আসেন কারিগর। রানিগঞ্জের ৩০ কারিগর সহযোগিতা করেন।

১০

অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার পরই দেখা যায় ১৫ হাজার লিট্টি শেষ।

১০ ১০

সাত-আট হাজার মানুষ এদিন কাউন্টারের মাধ্যমে লিট্টি চোখা আস্বাদন গ্রহণ করেন নির্বিঘ্নে।