Advertisement
Advertisement

মন্তেশ্বরে জনতার মাঝে অভিষেক, শহিদের পরিবারে পাশে থাকার আশ্বাস

অভিষেককে দেখতে রাস্তায় জনজোয়ার।

কালনার 'শহিদ' তৃণমূল কর্মী অসীম হাজরা ওরফে দয়ালের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে জুলাই মাসে বিজেপির ঘাতক বাহিনীর হাতে ওই তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

অসীমের মা ছবি হাজরা ও তাঁর বউদি সোমা হাজরার সঙ্গে এদিন তিনি কথা বলেন। ওই পরিবার চাকরির আবেদন জানালে তিনি দেখার আশ্বাস দেন। তেমনই তাঁরা যাতে সুবিচার পান সেই বিষয়গুলিও দেখা হবে বলে জানান অভিষেক।

গোপালদাসপুর থেকে আটকেটিয়া পর্যন্ত জনসংযোগ করেন। তাঁকে দেখতে রাস্তায় প্রচুর মানুষের ঢল নামে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগোতে পারেননি। ফেল যাওয়া হয়নি মন্দিরে।

রাখালরাজা মন্দিরে এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যাওয়ার কথা থাকলেও এদিন তিনি যেতে পারেননি। ঘন্টার পর ঘন্টা ধরে মন্দিরে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা এদিন দুঃখ প্রকাশ করেন ।

তৃণমূলের জনসংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুটম্যাপ পরিবর্তন হতেই আবার যুদ্ধকালীন তৎপরতায় বেহাল রাস্তা মেরামত করা হয় শনিবার।

কর্ণাটকের ফল নিয়ে অভিষেকের দাবি, বিজেপির বিদায় ঘন্টাটা বাংলায় বেজেছিল। আজকে কর্ণাটকে ফল বেরিয়েছে। ভোকাট্টা হয়ে গিয়েছে।