আদিত্য রায় কাপুরের সঙ্গে নাকি ব্রেক আপ করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা। শোনা যাচ্ছে অনন্যা ছেড়ে নাকি আদিত্যর মনে এখন সারা আলি খান।
সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ব্রেকআপের কথা বলেছেন অনন্যা। তবে এবার শোনা যাচ্ছে, আদিত্যকে জীবনে ফেরাতে নানা কাণ্ড ঘটাচ্ছেন নাকি চাঙ্কিকন্যা।
এই যেমন রোজই ইনস্টাগ্রামে হট ছবি পোস্ট করছেন অনন্যা।
নিন্দুকরা বলছেন, সবই আদিত্যর নজর কাড়তে।
এই যেমন কালো নেটের তৈরি পোশাকে রীতিমতো ঝড় তুললেন অভিনেত্রী।
‘কফি উইথ করণ’ শোয়ে এসে অনন্যা বললেন, ”সিনেমায় পা দিতেই আমাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন। বলিউডের অনেক মানুষ আমার মুখের উপর নানারকম কথা বলেছে। কখনও বলেছে আমার স্তন নেই, মসৃণ বুক। কখনও বলেছে আমাকে দেখতে খারাপ। আমার পরিবারকেও নানা সময় অপমান করেছে সবাই।”
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.