অজয় দেবগনের বিপরীতে 'ভোলা' ছবির হাত ধরে বলিউড ডেবিউ করেছিলেন অমলা পল।
দক্ষিণী এই অভিনেত্রী সিনেমার বোল্ড দৃশ্যে অভিনয় করে বছর খানেক আগে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন।
চেন্নাইয়ের এক রাজনৈতিক ব্যক্তিত্ব অমলার বিরুদ্ধে মামলাও দায়ের করেন।
সেসব অতীত করে গতবছরই বলিউডে পা রেখেছেন অমলা পল। সেই বছরই দ্বিতীয় বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক জগৎ দেশাইয়ের সঙ্গে।
প্রথম বিয়ে টেকেনি! আর দ্বিতীয় বিয়ের মাস দুয়েকের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অমলা পল।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই সন্তান হওয়ার খবর দিলেন অভিনেত্রী।
তামিল, তেলুগু, মায়লালম সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অমলা পল। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.