Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

ফারাওদের দেশে সোনাক্ষী সিনহা, মিশরের আনাচে-কানাচে ঘুরলেন অভিনেত্রী, দেখুন আপনিও

নায়িকার ট্যুর ডায়রি দেখলেই মিশর ভ্রমণে ইচ্ছে জাগবে।

১১

নতুন বছরকে স্বাগত জানাতে বলিউড সেলেবরা প্রায় বিটাউন ফাঁকা করে বিদেশে গিয়েছিলেন।

১১

সোনাক্ষী সিনহা কেন বাদ যাবেন? তিনিও সেই তালিকায়।

১১

এমনিতেই ঘুরতে বেজায় ভালোবাসেন শত্রুঘ্নকন্যা। কাজের অবসরে ব্যগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন।

১১

সোনাক্ষী সিনহার পায়ের তলায় যেন সরষে। এই থাইল্যান্ড তো কাল দেশের বিভিন্ন রাজ্যে। আবার কখনও বা নিউইয়র্ক।

১১

গতবছর গিয়েছিলেন বরফের দেশে।

১১

তবে এবার ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে বেছে নিলেন একেবারে মরুদেশ।

১১

ইজিপ্টে ঘুরতে গিয়েছেন সোনাক্ষী। সেখান থেকেই একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন।

১১

পিরামিড থেকে মিউজিয়াম, যেন ইতিহাসের পাতার সঙ্গে মিলিয়ে পুরো মিশরের আনাচে-কানাচে চষে ফেললেন।

১১

কখনও ঘোরসওয়ারি সোনাক্ষীকে দেখা গেল, আবার কখনও বা সেখানকার আঞ্চলিক আতরের দোকানে ঢুঁ মারলেন অভিনেত্রী।

১০ ১১

ফিনিক্সের সামনে বিভিন্ন মজার পোজে ছবি তুলতেও দেখা গিয়েছে সোনাক্ষীকে।

১১ ১১

নায়িকার ট্যুর ডায়েরি দেখলে আপনারাও যে মিশর ভ্রমণের ইচ্ছে জাগবে, বলাই বাহুল্য।