Advertisement
Advertisement
Srijla Guha

কালো নেটপোশাক থেকে উঁকি দিচ্ছে গেরুয়া বিকিনি, সৃজলার দুষ্টু ‘আশকারা’

'বম্বশেল' পিহুর এই ছবিগুলো দেখেছেন?

ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ (Srijla Guha) মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় 'বম্বশেল' অবতারে ধরা দেন নেটপাড়ায়।

কাজের অবসরে সুযোগ পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন। আর সেই ট্যুর থেকে ছবি দিয়েই নিত্যদিন চমকে দেন অনুরাগীদের। সম্প্রতি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকেই কালো নেটপোশাকে ধরা দিলেন সৃজলা।

সৃজলার পোশাকের ভিতর থেকে উঁকি দিচ্ছে গেরুয়া বিকিনি। নিভৃতে নির্জনে অভিনেত্রী যে বেশ চুটিয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

কখনও দেশি লুকে নেটপাড়া মাতিয়ে রাখছেন, কখনও আবার এমন সাহসী ছবিতে দিচ্ছেন ছ্যাঁকা। যা দেখে ভক্তদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! সৃজলা এখন মুম্বই ইন্ডাস্ট্রিতে ব্যস্ত হিন্দি ধারাবাহিক নিয়ে।

শোনা গিয়েছে, ওড়িয়া সিনেমার মাধ্যমে সৃজলার অভিনয় সফর শুরু। তারপর রোহন ভট্টাচার্যর বিপরীতে ‘জামাই বরণ’ সিনেমায় দেখা যায় তাঁকে। রোহনের সঙ্গে সৃজলার প্রেমের খবরও শোনা যায়। এখন নাকি দু’জনের পথ আলাদা। (ছবি- ইনস্টাগ্রাম)