Advertisement
Advertisement
Champions Trophy 2025

কেউ কবি, কেউ শিক্ষিকা, পরিচয় করুন চ্যাম্পিয়ন্স ট্রফির ৬ কোচের স্ত্রীদের সঙ্গে

যাঁদের কাঁধে ট্রফিজয়ের দায়িত্ব, তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন কারা?

গৌতম গম্ভীর ও নাতাশা জৈন: ২০০৭ সালে শুরু দুজনের প্রেমকাহিনি। বিয়ে ২০১১ সালে। তাঁদের দুই কন্যা আছে আজিন ও আনাইজা। মাঠে তিনি 'গম্ভীর' হতে পারেন, মাঠের বাইরে খাঁটি প্রেমিক।

আকিব জাভেদ ও ফারজানা আকিব: পাকিস্তানের কোচ আকিব জাভেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৯৮ সালে। তাঁর স্ত্রী ফারজানা আকিব কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

জোনাথন ট্রট ও অ্যাবি ডোলারি: আফগানিস্তানের কোচ জোনাথান ট্রট। ২০০৯ সালে তিনি বিয়ে করেন অ্যাবি ডোলারিকে। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার ক্লাবের প্রেস অফিসার ছিলেন অ্যাবি। এই ক্লাবেই খেলতেন ট্রট।

ব্র্যান্ডন ম্যাকালাম ও এলিসা ম্যাকালাম: বাজবলের 'আবিষ্কর্তা' ব্র্যান্ডন ম্যাকালাম। তিনি এখন ইংল্যান্ডের কোচ। ২০০৩ সালে বিয়ে করেন এলিসাকে। তিন সন্তান আছে তাঁদের।

সুকরি কনরাড ও ওয়ারডা ডোভ কনরাড: দক্ষিণ আফ্রিকার কোচ সুকরি কনরাডের স্ত্রী ওয়ারডা। তাঁদের তিন সন্তান রয়েছে। ওয়ারডা পেশায় শিক্ষিকা। ৩৪ বছরের সম্পর্ক তাঁদের।

ফিল সিমন্স ও ল্যাসি সিমন্স: বাংলাদেশের কোচ ফিল সিমন্স। স্ত্রী লেসি সিমন্সের সঙ্গে সোশাল মিডিয়ায় প্রায়ই ছবি দেন। ৩৭টি বসন্ত একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা।