সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিল আইএফএ। শুক্রবার হকি বেঙ্গল তাঁবুতে সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানে রবি হাঁসদাদের সোনার লকেট দিয়ে বরণ করা হল আইএফএ-র তরফ থেকে।
বেশ কয়েক বছর পর বাংলায় সন্তোষ ট্রফি এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ঘোষণা করেন সন্তোষ জয়ী ফুটবলারদের জন্য। সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে ভবানীপুর ও মোহনবাগানও আর্থিক পুরস্কার দেয় বাংলা দলকে। এদিন উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় তাঁদের হাতে।
এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন ফুটবলারদের। এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় আইএফএ-র ব্লেজার। সংবর্ধনার পাশাপাশি নাচ ও গানের অনুষ্ঠানও ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক চট্টোপাধ্যায়, জামশেদ নাসিরি, দীপেন্দু বিশ্বাসের মতো প্রাক্তন ফুটবলাররা। এছাড়াও ছিলেন রথীন ঘোষ, মদন মিত্র, সুজিত বোস প্রমুখ রাজনীতিবিদরা। উপস্থিত ছিলেন আইএফএ কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রাণভোমরা ছিলেন সন্তোষ জয়ী ফুটবলাররা। তাঁরা র্যাম্প ওয়াক করেন। সঙ্গী হন দলের কোচ সঞ্জয় সেন। র্যাম্পে তিনি গোটা দলকে ডেকে নেন। যাঁর মগজাস্ত্রে ভর করে বেশ কয়েক বছর পর সন্তোষ ট্রফি বাংলায় এসেছে।
ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলা। শেষ মুহূর্তে গোল করেন রবি হাঁসদা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.