Advertisement
Advertisement
Ranbir Kapoor

বান্দ্রায় নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের শোরুম খুললেন রণবীর, দেখুন উদ্বোধনের অ্যালবাম

ARKS ব্র্যান্ড মানেই ফ্যাশনের প্রতি প্যাশনের প্রকাশ

ARKS ব্র্যান্ড এনেছে ট্রাউজার্স, সাদা টি-শার্ট, শার্ট, ফুটওয়্যার।

ARKS শুধু একটি ব্র্যান্ড নয়। এটি রণবীরের ব্যক্তিগত স্টাইল, স্নিকার্সের প্রতি প্যাশন এবং প্রিমিয়াম কোয়ালিটির পোশাকের প্রতিশ্রুতি দেয়।

ব্র্যান্ডটি রণবীরের সিনেমা যাত্রার পাশাপাশি তাঁর ফ্যাশনের প্রতি প্যাশনকেও তুলে ধরে।

ARKS গ্রাহকদের জন্য এনেছে আরামদায়ক, গুণমানসম্পন্ন, স্টাইলিশ পোশাক।

ARKS -এর প্রথম স্টোর উদ্বোধনে সাদা টি-শার্ট, বেইজ রঙের প্যান্ট এবং সাদা স্নিকার্সে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। সঙ্গে ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া।