জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের তাঁর মহিলা অনুরাগীকে চুম্বনের সেই বিতর্কিত দৃশ্য়। যা ভাইরাল হয়ে নেটপাড়ায় আলোড়ন ফেলে দেয়।
২০০৭ সালে ভাইরাল হওয়া বিপাশা বসুর সঙ্গে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই ঘনিষ্ঠ মুহূর্ত। যদিও এই গুজব পরে উড়িয়ে দেন বিপাশা।
শিল্পা শেট্টির গালে হলিউড তারকা রিচার্ড গিয়ারের চুমু খাওয়ার দৃশ্য়। 'অশ্লীল আচরণের' প্রতিবাদ না করায় বিতর্কে জড়ান নায়িকা।
দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধার্থ মাল্য় একে অপরকে ভালোবাসার কথা প্রকাশ্য়ে আনেন। ২০০৭ সালে ইডেনে একটি ম্য়াচে দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে তাদের চুম্বন দৃশ্য় ভাইরাল হয়েছিল।
জন্মদিনের পার্টিতে রাখি সাওয়ান্তকে চুমু খেয়ে বিতর্কে জড়ান মিকা সিং। যার জন্য় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাখি।
ডেটিং করার সময় ইন্টারনেটে ফাঁস হওয়া করিনা কাপুর এবং শাহীদ কাপুরের চুম্বন দৃশ্য়। এটি দেখে অনেকেই ভ্রু কুঁচকান।
১৯৯৬ সালে করিশ্মা কাপুর এবং আমির খান অভিনীত রাজা হিন্দুস্তানি সিনেমার একটি দৃশ্য়। এখানেও আলোচনার কেন্দ্রে তাঁদের চুম্বন দৃশ্য়।
একটি জনপ্রিয় ম্য়াগাজিনের প্রচ্ছদ শ্য়ুট করতে গিয়ে বিতর্কে জড়ান পুজা ভাট এবং মহেশ ভাট। বিতর্কের কারণ তাঁদের 'লিপ কিস।'
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.