অপেক্ষার অবসান। দীর্ঘ জটিলতার পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হাঙ্গামা ডট কম। ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ছবিটি ইদে মুক্তি পাবে।
ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মানস গঙ্গোপাধ্যায়। ছবির মিউজিক করেছেন স্যাভি ও অমিত মিত্র।
প্রযোজনায় এস এস থ্রি এন্টারটেনমেন্ট হাউস। হাঙ্গামা.ডট.কমের মুক্তির নতুন দিন জানিয়ে প্রকাশ্যে আনা হয়েছে ছবির নতুন পোস্টার।
এই ছবিতে রয়েছে একটা মিষ্টি প্রেমের গল্প। মূলত বাঙাল এবং ঘটি এই দুই পরিবারকে কেন্দ্র করে গল্প।
হাস্যরসে ভরপুর এমন একটা গল্প নিয়েই আসছে ওম-শ্রাবন্তী, বনি-কৌশানি অভিনীত এই রমকম (রোম্যান্টিক কমেডি হাঙ্গামা ডট কম)।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.