গত রবিবার শেষ হয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের বই প্রীতির কথা মাথায় রেখে সেদিন এক ঘন্টা সমসয়ীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। (ছবি কৌশিক দত্ত)
স্বাভাবিকভাবেই বইপ্রেমীদের কাছে এটা ছিল উপরি পাওনা। তাই সেদিন মেলায় ভিড়ও ছিল চোখে পড়ার মতো। (ছবি কৌশিক দত্ত)
খুদের জন্য় নারায়ণ দেবনাথের 'আবোল তাবোল' হাতে দিদিমা। মা ও ব্য়স্ত নতুন বইয়ের খোঁজে। (ছবি কৌশিক দত্ত)
মেলায় উপস্থিত ছিলেন সাহিত্য়িক মণিশংকর মুখোপাধ্য়ায়। (ছবি কৌশিক দত্ত)
বইমেলা চলাকালীন শুরু হয় সাহিত্য় উৎসব। এই উৎসবের শুরুর দিন সমরেশ মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয় শিল্পী অঞ্জন দত্তের হাতে। (ছবি কৌশিক দত্ত)
মায়ের কাঁধে চড়ে খুদের বইমেলা দর্শন। (ছবি কৌশিক দত্ত)
গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্য়ায় বলেন, "আমাদের ১১তম সাহিত্য় উৎসব হল। আগামী বছর হবে ১২ বছর। অর্থার এক যুগ পূরণ হবে।" (ছবি কৌশিক দত্ত)
এবছর একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি ছিল বিশেষ সঙ্গীত ও নৃত্য়ানুষ্ঠান। (ছবি কৌশিক দত্ত)
মেলার উদ্য়োক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, এবছর প্রায় ২৩ লক্ষ মানুষ বইমেলায় এসেছেন। যদিও গত বছরের তুলনায় এই সংখ্য়াটা কম। তবে এ নিয়ে প্রকাশকরা মোটেও খুব একটা চিন্তিত নন। বরং তাঁরা খুশি। (ছবি কৌশিক দত্ত)
এবছর মানুষ প্রচুর কেনাকাটা করেছেন। সেই সংখ্য়াটাই গিল্ড কর্তৃপক্ষকে উৎসাহিত করেছে। (ছবি কৌশিক দত্ত)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.