Advertisement
Advertisement
Aero India 2025

‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ শক্তি প্রদর্শন বায়ুসেনার, লেন্সবন্দি একাধিক দেশের ফাইটার জেটের কসরত

প্রদর্শন দেখতে ইয়েলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে ভিড় সাধারণ মানুষের।

শুরু হয়েছে ভারতীয় বায়ুসেনার 'অ্যারো ইন্ডিয়া ২০২৫'। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে চলছে বিভিন্ন বিমান ও ফাইটার জেটের প্রদর্শনী। শক্তি দেখাচ্ছে বায়ুসেনার অ্যারোবেটিক টিম সূর্য কিরণ।

ইয়েলাহাঙ্কায় বিশেষ প্রদর্শন এনএএল হংস বিমানের।

অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ অংশ নিয়েছে বিভিন্ন দেশের ফাইটার জেটও। আকাশে শক্তি প্রদর্শন করছে আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫।

আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানের পর কসরত দেখাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার এসইউ-৫৭ ফাইটার জেট।

আকাশে বিভিন্ন ভঙ্গিমা দেখিয়ে তাক লাগালো হ্যালের লাইট ইউটিলিটি হেলিকপ্টার।

অ্যারো ইন্ডিয়া ২০২৫-এর প্রদর্শন দেখতে ইয়েলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

আকাশে শক্তি প্রদর্শন করে অবতরণ তেজস যুদ্ধবিমানের।

ইয়েলাহাঙ্কায় প্রকাশ্যে এল ভারতের পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান।

হ্যালের কমব্যাট এয়ার টিমিং সিস্টেম (CATS) ওয়ারিয়র শক্তি দেখালো অ্যারো ইন্ডিয়া ২০২৫- এর ১৫তম সংযোজনে। ছবি- পিটিআই