গণভবনের কায়দায় মুজিবর রহমানের ধানমন্ডির বাড়িতে লুটপাট 'বিপ্লবী ছাত্র'দের।
বাড়ির ভিতরের আসবাব থেকে দেদার ইট-কাঠ, সবটাই লুট করা হচ্ছে।
প্রথমে অনেককেই দেখা গিয়েছিল বাড়ি থেকে ইট, ডানলা-দরজার ফ্রে-সহ অন্যান্য জিনিস নিয়ে যেতে। এরপর দড়ি দিয়ে টেনে বাড়ির পাশে নারিকেল গাছটিও ফেলে দেওয়া হয়।
মুজিবের বাড়িতে থাকা বইও লুট নিয়ে করে নিয়ে যেতে দেখা যায় 'বিপ্লবী ছাত্র'দের।
হাসিনা সরকারের পতনের ছয় মাস পর ফের টালামাটাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিবেশী দেশে। বুধবার রাত থেকে চলা অশান্তিতে গুঁড়িয়ে দেওয়া হয় মুজিবরের ধানমন্ডির বাড়ি।
জেলায় জেলায় ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি-সহ বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি। এমনকী হাসিনার বাসভবনে সুধা সদনেও আগুন দিয়েছে উন্মত্ত জনতা।
উল্লেখ্য, গণভবন দখলের পর একইভাবে লুটপাট চালিয়েছিল বিপ্লবীরা। শেখ হাসিনার অন্তর্বাস থেকে অ্যাকোরিয়ামের মাছ, বাগানে ঘুরে বেড়ানো রাজহাঁসও লুট করতে পিছপা হয়নি দুষ্কৃতীরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.