Advertisement
Advertisement

Breaking News

Christmas 2023

জমজমাট কলকাতার ক্রিসমাস, রঙিন টুপি-বাহারি চশমায় তিলোত্তমা কাঁপালেন আট থেকে আশি

দেখে নিন বাঁধভাঙা উচ্ছ্বাসের মুহূর্ত।

১০

জনঅরণ্য। বড়দিনে ভিড়ে ঠাসা পার্কস্ট্রিট। নিজস্ব চিত্র।

১০

সকাল থেকেই ভিড় নিউটাউন ইকো পার্কেও। বিশ্বের সপ্তম আশ্চর্য দেখে বিস্মিত দর্শকরা। নিজস্ব চিত্র।

১০

কচিকাঁচাদের ভিড় আলিপুর চিড়িয়াখানায়ও। নিজস্ব চিত্র।

১০

সন্ধে গড়াতেই আলোয় সেজেছে পার্কস্ট্রিট। সেখানে ভিড় জমিয়েছেন আট থেকে আসি সকলে। নিজস্ব চিত্র।

১০

ভিড়ের নিরিখে পিছিয়ে নেই বো বারাকও। কেক আর ওয়াইনের স্বাদ নিতে সেখানেও হাজির তরুণ-তরুণীরা। নিজস্ব চিত্র।

১০

ক্যাথিড্রাল চার্চেও সকাল থেকে খুশির মেজাজে কচিকাচারা। নিজস্ব চিত্র।

১০

হাতে হাতে মোবাইল। আর সেলফিতে মজে জেন ওয়াই। নিজস্ব চিত্র।

১০

আলোয় ঢেকেছে পার্কস্ট্রিট। নিজস্ব চিত্র।

১০

বছর শেষের উৎসব শুরু শহরজুড়ে। নিজস্ব চিত্র।

১০ ১০

উৎসবের মৌতাতে মজে আট থেকে আশি সকলেই। নিজস্ব চিত্র।