Advertisement
Advertisement
Gangasagar

ধর্মতলা-বাবুঘাট যেন ‘মিনি গঙ্গাসাগর’, ট্রানজিট পয়েন্টে জনারণ্য

মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাগরে ডুব দেওয়ার আগে কলকাতায় ঘাঁটি গেড়েছেন সাধু-সন্তরা।

কলকাতার ধর্মতলা ও বাবুঘাট চত্বর এখন 'মিনি গঙ্গাসাগর'। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাগরে ডুব দেওয়ার আগে কলকাতায় ঘাঁটি গেড়েছেন সাধু-সন্তরা। ছবি: অমিত মৌলিক

গঙ্গাসাগরে যাওয়ার ট্রানজিট রুট বাবুধাট। সাতদিনে প্রায় ১ লক্ষ সাধু-সন্ত ভিড় জমান এখানে। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করে রাজ্য সরকার। ছবি: অমিত মৌলিক

পুণ্যার্থীদের ঘিরে কার্যত মেলা বসে যায় এই চত্বরে। তৈরি হয় ছোট ছোট অসংখ্য অস্থায়ী দোকান। ছবি: অমিত মৌলিক

অনেকে থাকার জায়গাও পান না। কোনও রকমে রাত কাটানোর ব্যবস্থা করেন। ছবি: অমিত মৌলিক

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য বাবুঘাট থেকে ২ হাজার ২৫০টি সরকারি বাস, ৫০০টি বেসরকারি বাস, মিলেনিয়াম পার্ক এবং লট ৮-সহ কচুবেড়িয়া ঘাট থেকে ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তৈরি রয়েছে ২১টি জেটি। ছবি: অমিত মৌলিক

হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক ট্রেনও চলবে। ছবি: অমিত মৌলিক