Advertisement
Advertisement
Durga Puja 2023

টলিপাড়ায় সিঁদুর খেলা জমজমাট, দশমীর সাজে নজর কাড়লেন শুভশ্রী, মিমিরা, দেখুন ছবি

মা দুর্গাকে বরণ করলেন কোয়েল মল্লিক, অপরাজিতা আঢ্য, সায়নী ঘোষও।

পুজোয় একেবারে ঘরে বসে থাকলেন না হবু মা শুভশ্রী। বেবি বাম্প নিয়েই দেখলেন ঠাকুর, বাজালেন ঢাক, ছেলে যুবানের সঙ্গে চলল খুনসুটিও। পুজোর আড্ডায় গলা মেলালেন পরম ও রুদ্রনীলের গানের সঙ্গেও। দশমীর দিন সকাল সকাল পৌঁছে গেলেন সিঁদুর খেলতে। প্রতিবারের মতো আরবানা আবাসনে জমিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী। ছবি- ইনস্টাগ্রাম

সাদা পোশাকে দেখা গেল মিমি চক্রবর্তীকে। প্রতিবারের মতো এবারও নিষ্ঠাভরে মা দুর্গাকে বরণ করলেন মিমি।

মল্লিক বাড়িতেই সিঁদুর খেললেন কোয়েল মল্লিক। সঙ্গে ছিল ছেলে কবীর। ছিলেন স্বামী নিশপাল সিংও।

ঢাকের তালে সোহিনী যেমন নাচলেন, তেমনি সিঁদুর খেললেন জমিয়ে।

সুন্দর শাড়ি পরে প্রতিমার সামনে হাজির হয়েছিলেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন স্বামী যশ দাশগুপ্তও।

খোঁপায় সাদা ফুলের মালা, নাকে নথ, পরনে লাল পেড়ে শাড়ি, গায়ে ঝলমলে গয়না। প্রতিবারের মতো নিষ্ঠা ভরে দুর্গাকে বরণ করলেন অপরাজিতা। হাজরা পার্ক সর্বজনীনের পুজোয় খেললেন সিঁদুরখেলাও।

মা দুর্গাকে বরণ করলেন সায়নী ঘোষও।

ঢাক বাজালেন গৌরব চট্টোপাধ্যায় , ঢাকের তালে নাচলেন দেবলীনা কুমার।