Advertisement
Advertisement
Ena Saha

অ্যানিমেল প্রিন্টেড অন্তর্বাসে উপচে পড়া যৌবন, বৃষ্টির দিনে ছবির ছ্যাঁকা এনার

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী-প্রযোজক।

ভরা বৃষ্টিতে রূপের আগুনে সোশাল মিডিয়া কাঁপালেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা।

অ্যানিম্যাল প্রিন্টেড অন্তর্বাস পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তাতেই যেন উপচে পড়েছে যৌবন।

"এক সোনালি মেজাজ", ক্যাপশনে একথা লিখেই ছবিগুলি পোস্ট করেছেন এনা। তাতেই মুগ্ধ অনুরাগীরা।

‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।

সিনেমায় এনার সফর শুরু হয় ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ময়দানেও পা রেখেছেন এনা। ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা’র মতো সিনেমা তৈরি হয়েছে তার প্রযোজনায়।