Advertisement
Advertisement

Breaking News

Farmers

অধিকারের দাবিতে কঠিন লড়াই, দেশবাসীর চোখে জল আনছে কৃষক বিক্ষোভের এই ছবিগুলি

'জয় জওয়ান জয় কিষাণ'-এর ভারতবর্ষে এটাই কি প্রাপ্য ছিল?

দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন। তাই কতদিন এভাবেই রাস্তায় বিনিদ্র রাত্রিযাপন করতে হবে, কেউ জানে না।

সীমান্ত পেরিয়ে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। কিন্তু রাস্তা যে বড়ই দুর্গম। পদে পদে পুলিশের লাঠির আস্ফালন। তারাই যে 'অন্নদাতা', লাঠিচার্জের সময় সে কথা মনে আর থাকছে কই!

রাস্তাই এখন ঠিকানা। খাওয়া-দাওয়া, খাওয়ানো-দাওয়ানো থেকে ঘুম, সবই এই খোলা আকাশের নিচেই। তাই রাস্তা সাফাইও করছেন বিক্ষোভকারীরাই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মর্মস্পর্শী ছবি। যে উর্দিধারীদের পাত পেরে খাওয়ানো হচ্ছে, তাদেরই লাঠির সামনে পড়তে হচ্ছে বিক্ষোভকারীদের।

আলোচনায় মিলছে না রফাসূত্র। এখনই বিতর্কিত কৃষি আইন (Farm Bill 2020) প্রত‌্যাহারের কোনও প্রতিশ্রুতিও দেয়নি সরকার। এভাবেই কাটছে দিন। আর কতদিন?

কৃষক বিক্ষোভে শামিল হয়েছিলেন ৫৫ বছরের এই শিখ। লাগাতার জল কামানের সামনে আজ সুস্থ থাকতে পারলেন না। বিক্ষোভের মাঝেই প্রাণ গেল তাঁর।

রাজধানী দিল্লিতে জাঁকিয়ে বসছে শীত। আর মধ্যে এভাবেই নিজেদের আগলে রাখার চেষ্টা।

লাল বাহাদুর শাস্ত্রীর 'জয় জওয়ান জয় কিষাণ'-এর ভারতবর্ষে এটাই কি প্রাপ্য ছিল?

জলকামান, লাঠিচার্জ- কোনওভাবেই যে কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ রোখা সম্ভব নয়, সে ছবিই বারবার উঠে আসছে।