Advertisement
Advertisement

Breaking News

করোনা কালে বাড়িতে বসেই জগদ্ধাত্রী দর্শন, দেখুন চন্দননগর ও কৃষ্ণনগরের প্রতিমার ছবি

করোনা পরিস্থিতিতেও কৃষ্ণনগর রাজবাড়িতে ভিড় জমালেন অনেকেই।

১০

জগদ্ধাত্রী পুজোর কথা বললে প্রথমেই মাথায় আসে চন্দননগরের কথা। তবে করোনা আবহে এবার বেশ আড়ম্বরহীন মানকুণ্ডু নতুনপাড়ার পুজো।

১০

চাউলপট্টি আদি মাকে দেখতে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ। ভাইরাসের হানায় এবার জনপ্লাবন অতীত।

১০

পৃথিবীকে ভাইরাসের কবলমুক্ত করো মা, এই প্রার্থনায় জগদ্ধাত্রীর আরাধনায় মত্ত চন্দননগরের পাদ্রীপাড়া।

১০

মণ্ডপের সামনে ঝুলছে 'নো এন্ট্রি' বোর্ড। তাই রিষড়ায় মণ্ডপে ঢোকার জো নেই দর্শনার্থীদের।

১০

রীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রীর আরাধনা।

১০

করোনা আতঙ্ক ফুৎকারে উড়িয়ে কৃষ্ণনগর রাজবাড়িতে ভিড় জমালেন দর্শনার্থীরা।

১০

কৃষ্ণমাতা রাধানগর বারোয়ারিতেও পূজিতা দেবী জগদ্ধাত্রী।

১০

জাঁকজমকে কাটছাঁট হলেও দর্শনার্থীদের মন ভরাল কৃষ্ণনগরের গোলপট্টি বারোয়ারির প্রতিমা।

১০

জগদ্ধাত্রী আরাধনায় মাতল তিলোত্তমাও। দেখুন বাগবাজার সর্বজনীনের প্রতিমা।

১০ ১০

জগদ্ধাত্রী পুজোর আয়োজন লেক কালীবাড়িতেও।