Advertisement
Advertisement

Breaking News

Sandakphu

মরশুমের প্রথম তুষারপাত, সাদা চাদরে মুড়ল সন্দাকফু

সন্দাকফুতে বাড়বে পর্যটকের সংখ্যা।

শীতের শুরুতেই সাদা চাদরে মুড়ল সন্দাকফু। শুক্রবার সকাল থেকে শুরু তুষারপাত। নিজস্ব চিত্র।

সকাল থেকেই কুয়াশায় মোড়া আকাশ। বেলা বাড়লেও আবহাওয়ার উন্নতি হয়নি। বরং তুষারপাত বেড়ছে। এটাই মরশুমের প্রথম তুষারপাত। নিজস্ব চিত্র।

রাজ্যজুড়েই শীতের আমেজ। বইছে উত্তরে হাওয়া। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে পারদ। নিজস্ব চিত্র।

উত্তরের জেলাগুলিতেও হু হু করে নামছে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার চাদর থাকছে দার্জিলিংয়ে। নিজস্ব চিত্র।

স্বাভাবিকভাবেই পর্যটনের মরশুমে তুষারপাতে খুশি হোটেল ব্যবসায়ীরা। নিজস্ব চিত্র।

সন্দাকফুতে বাড়বে পর্যটকের সংখ্যা। নিজস্ব চিত্র।