Advertisement
Advertisement

Breaking News

Ayodhya

রাম মন্দির উদ্বোধনের আগে রাজকীয় দীপোৎসব, অযোধ্যায় জ্বলল ২৪ লক্ষ প্রদীপ!

মাটির প্রদীপের পাশাপাশি চোখ টানল ‘লেজার লাইট’।

রাম মন্দির উদ্বোধনের আগে রাজকীয় দীপোৎসব অযোধ্যায়।

যাবতীয় আচার মেনে উৎসবের সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার রাতে সরযূ নদীর তীরে জ্বলে উঠল ২৪ লক্ষ মাটির প্রদীপ, সেজে উঠল রাম লালার মন্দিরও।

মাটির প্রদীপের পাশাপাশি চোখ টানল ‘লেজার লাইট’ থেকে শুরু করে ছোট-বড় রঙিন বাল্ব।

বনবাস শেষে রাম, সীতা এবং লক্ষ্মণের অযোধ্যায় ফিরে আসার ঘটনার পুনর্নিমাণ হল, অনুষ্ঠানে ছিলেন যোগী।