প্রেমই সর্বশ্রেষ্ঠ! প্রেম থাকলে, বিয়ের কোনও দরকার পরে না! হ্যাঁ, এমনটাই মত অভিনেত্রী অদিতি রাও হায়দারির। সম্প্রতি হীরামাণ্ডির প্রচারে এসে অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে এই প্রেমকে গোপনেই রেখেছিলেন এযাবৎকাল।
প্রথমে শোনা গিয়েছিল, তেলেঙ্গানার এক মন্দিরে গোপনেই সিদ্ধার্থের গলায় মালা দেন ‘জুবিলি’ অভিনেত্রী। সূত্রের খবর, দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন অদিতি ও সিদ্ধার্থের এই ছিমছাম বিয়েতে।
তবে সোশাল মিডিয়ায় ধোঁয়াশা সরিয়ে বাগদানের ছবি প্রকাশ্যে এনেছেন সিদ্ধার্থ-অদিতি।
বাগদানের মতো ক্যাপশনও ছিমছাম। লেখা- “ও হ্যাঁ বললো। ব্যস, বাগদান সারলাম।” সিদ্ধার্থ-অদিতির ছবিতে প্রেম উজার দিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকাযুগল।
হীরামাণ্ডির প্রিমিয়ারে হাজির ছিলেন হবু বর সিদ্ধার্থ। তবে সূত্র বলছে, পাপারাজ্জিরা যখন সিদ্ধার্থকে তাঁর হবু স্বামী বলে সম্বোধন করেন, তখন মাথা নেড়ে নাকি আপত্তিও জানান অদিতি।
এক সাক্ষাৎকারে অদিতি বলেছেন, ''যেকোনও সম্পর্কে ভালোবাসা আর সম্মানটাই আসল। এদুটো থাকলে আর সব ঠিক থাকে। তাই ভালোবাসার জন্য কোনও বিয়ে নামক প্রতিষ্ঠানের দরকার হয় না।''
২০২১ সালে তামিল ছবি ‘মহা সমুদ্রম’-এ একসঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ ও অদিতি। একসঙ্গে শুধু ছবিতে অভিনয় নয়। বরং নানা ফিল্মি পার্টিতেও এই দুজনকে একসঙ্গে দেখা যায়। একসঙ্গে ট্যুরেও বেরিয়ে পড়েন সিদ্ধার্থ ও অদিতি। আর এবার সেই প্রেমেরই শুভ পরিণয়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.