Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

বাড়ি বসেই কাটছে মহাষষ্ঠী? মন ভাল করতে দেখে নিন কলকাতার নামজাদা পাঁচটি পুজো

করোনা কালে নাহয় ভারচুয়াল দর্শনই সারুন।

১০

একা নয়, ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে মহামারীর বিরুদ্ধে। হরিদেবপুরের অজেয় সংহতির তাই এবারের থিম ভাবনা 'সংহতি'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

মণ্ডপসজ্জায় শিল্পী দীপাঞ্জন দে। মায়ের সনাতন রূপ তুলে ধরছেন প্রতিমা শিল্পী রাজেশ মণ্ডল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

সুবর্ণ জয়ন্তীতে মানুষের পাশে দাঁড়ানোই ‘সংকল্প’ হরিদেবপুর এলাকার বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোর। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

এবার মণ্ডপ সাজিয়েছেন শিল্পী সুশান্ত পাল। প্রতিমাও গড়েছেন তিনিই। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

ঠাকুরপুকুর এসবি পার্ক এবার সাজছে শিল্পী পার্থ দাশগুপ্তর শৈল্পিক ভাবনায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

দুর্গা-মহিষাসুরের যুদ্ধের আড়ালে জীবন সংগ্রামের চিরন্তন কাহিনি তুলে ধরেছে এই পুজো। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

করোনা কালে জীবনের রূপান্তরই বড়িশা সর্বজনীনের এবারের পুজো ভাবনা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

এবারের ভাবনা ‘রূপান্তর’-এর সমগ্র পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন দেবাশিস বারুই। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

ভবানীপুর এলাকার অতি জনপ্রিয় পুজো অবসর। এবার তাদের থিম 'প্রশ্ন'।

১০ ১০

শিল্পী শিবশংকর দাসের সৃজনে সেজেছে মণ্ডপ।