কলকাতার মেয়ে। তবে দাপট তাঁর হিন্দি টেলিভিশনে। কাজের ফাঁকে সময় পেলেই সমুদ্রের কাছে চলে যান টিনা দত্ত। নীল জল আর সাদা বালিই যেন তাঁর নিশ্চিন্তের ঠিকানা।
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেন টিনা। তার পর একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি' ছবিতেও ছিলেন তিনি।
তবে টিনার কেরিয়ারের নয়া মোড় আসে মুম্বই পাড়ি দেওয়ার পর। হিন্দি সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান অভিনেত্রী।
'উত্তরণ', 'ডায়েন', 'হাম রহে না রহে হাম'-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন টিনা। 'বিগ বস'-এও দেখা গিয়েছে তাঁকে।
'বিগ বস' শোয়ের পর 'হাম রহে না রহে হাম' সিরিয়ালে অভিনয় করেছিলেন টিনা। সুরলি আহুজা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
তবে এখন পুরো ছুটির মেজাজে রয়েছেন টিনা। সমুদ্রের নীল জলে যেন তাঁর জলপরী হওয়ার স্বপ্ন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.