Advertisement
Advertisement

Breaking News

Mahira Sharma

মাহিরার মোহ! এই রূপেই মুগ্ধ ক্রিকেটার সিরাজ?

সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এর প্রতিযোগী ছিলেন মাহিরা।

ক্রিকেট-বলিউড কানেকশন নতুন নয়। এই তালিকায় নতুন সংযোজন মাহিরা শর্মা ও মহম্মদ সিরাজের নাম। ভারতীয় ক্রিকেট দলের লড়াকু পেসার নাকি মাহিরার রূপে মুগ্ধ।

জম্মুর মেয়ে মাহিরা। বলিউডে খুব বেশি দিন তাঁর যাত্রা নয়। তবে 'নাগিন', ‘কুন্ডলী ভাগ্য’, ‘বেপনাহ পেয়ার’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

সলমন খান সঞ্চালিত 'বিগ বস' শোয়ের ১৩তম মরশুমের প্রতিযোগী ছিলেন মাহিরা। এই শোয়েই অভিনেতা-মডেল পারস ছাবরার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

মাহিরা-পারসের সম্পর্ক প্রায় তিন বছর ছিল। ২০২৪ সালেই অভিনেতা নিজেকে সিঙ্গল ঘোষণা করেন। এদিকে সোশাল মিডিয়ায় নিজের ছবির মাধ্যমে আগুন ঝরাচ্ছেন মাহিরা।

মাহিরার এমন ছবির অনুরাগী মহম্মদ সিরাজ। সূত্র বলছে, নায়িকার প্রতি ক্রিকেটারের এই অনুরাগ নতুন নয়। অনেক আগে থেকেই নাকি মাহিরাকে ইনস্টাগ্রামে ফলো করেন সিরাজ।

এমনকী, নেটিজেনরা লক্ষ্য করেছেন যখনই মাহিরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেন। টুক করে লাইক পড়ত সিরাজের।

এই ভালোলাগা বা ভালোবাসা নিয়ে সিরাজ বা মাহিরা কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু কথায় আছে, যা রটে তার কিছু তো বটে! ছবি: ইনস্টাগ্রাম।