নীল আকাশের নিচে নোনা জল। তাতেই মন হারিয়েছেন সোহিনী গুহ রায়। মালদ্বীপ সফরে গিয়েছিলেন অভিনেত্রী। তার ছবিতেই অনুরাগীদের মন ভোলালেন।
বাংলা টেলিভশনের পরিচিত মুখ সোহিনী। 'রেশম ঝাঁপি' সিরিয়ালে নজর কেড়েছিলেন তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাননি। 'ময়ূরপঙ্খী', 'গঙ্গারাম', 'দ্বিতীয় বসন্ত'র মতো সিরিয়ালও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
সিনেমাতেও অভিনয় করেছেন সোহিনী। তাঁর ফিল্মোগ্রাফিতে যেমন 'সাদা রঙের পৃথিবী' রয়েছে, তেমনই রয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র মতো ছবি।
২০২১ সালে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে বিয়ে করেছিলেন সোহিনী। কিন্তু সংসার বেশিদিন টেকেনি বলেই খবর। শোনা যায়, গত কয়েক মাস ধরেই আলাদা রয়েছেন দুজন।
আইনি পথে সোহিনী ও কল্লোলের বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। তবে মালদ্বীপের ছুটি বেশ উপভোগ করেছেন অভিনেত্রী। আর সেখানে ছিলেন বিন্দাস মুডে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.