Advertisement
Advertisement
Manosi Sengupta

ভেজা শরীরে যৌবনের উসকানি, আগুনে রূপ ‘নিম ফুলের মধুর’ মৌমিতার

সৃজনের বউদির এই ছবিগুলো কিন্তু না দেখলেই মিস!

'নিম ফুলের মধু' সিরিয়ালে সারাক্ষণ মৌমিতার কিছু না কিছু দুষ্টুমি চলতে থাকে। এদিকে সোশাল মিডিয়ায় আগুন ঝরাচ্ছেন মানসী সেনগুপ্ত।

মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন। বাংলা সিনেমার জগতে মানসীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে।

‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন মানসী। টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে।

এর পরই মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে। দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসিত হয়েছে। এবারে 'নিম ফুলের মধু' সিরিয়ালের মৌমিতা হয়ে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।

আর শুটিংয়ের ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন তা চুটিয়ে উপভোগ করছেন। বৃষ্টি বেশ পছন্দ মানসীর। তাই তো বৃষ্টিভেজা শরীরেই মোহময়ী হয়ে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। ছবি: ইনস্টাগ্রাম।